Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমণি ইস্যুতে জয়নাল হাজারীর নানা প্রশ্ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৮:৫৭ পিএম

আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন হাজারীর সাথে একই ফ্লাইটে করেই সিঙ্গাপুর গিয়েছিলেন বিতর্কিত নায়িকা পরীমণি। ফেসবুক লাইভে এসে জয়নাল হাজারী বলেন, সম্রাটের এক সঙ্গী আরমান তাকে নিয়ে সিঙ্গাপুর যান, আমরা একই ফ্লাইটে গেলাম এবং আসার সময়ও একই ফ্লাইটে এলাম। এই আরমানের কোনো ছবি মুক্তি পেয়েছে বলে আমি জানি না। ফেনীতেও তাকে নিয়ে গিয়েছিল। একটা কথাতেই সব শেষ হয় যে- এই মেয়ে বোট ক্লাবে গিয়েই অপরাধ করেছে। পরীমণির উদ্দেশে তিনি আরও বলেন, 'মেয়েটা যদি না যেত এ ঘটনা হতো না।

হাজারী বলেন, তাকে যদি ধর্ষণ করা হয় বা নির্যাতন করা হয়- তাতো তার দোষেই হয়েছে। সেতো জানে ওই ক্লাবে কি হয়। মদ খাওয়া হয়, জুয়া খেলা হয়। আমি যদি জেনে শুনে বাঘের মুখে পড়ি, বাঘতো আমাকে খাবেই। সাপের গায়ের উপর পা দিলেতো কামড়াবেই। এটাতো জানা কথাই, তাহলে সে কেন গেল। মূলত এটার জন্য আমি তাকে অপরাধী করি। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য জয়নাল হাজারী বলেন, ‌'পরীমণি বোট ক্লাবের ঘটনার পর থানায় গিয়েছিলেন মামলা করতে। তবে পরীমণি অসংলগ্ন মাতাল ছিলেন বলে সেই মামলা নেননি থানার ওসি সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, সে যদি মাতাল হয়- তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে ওয়াশ করার নিয়ম। কিন্তু তখন তা কেন করা হলো না।'

জয়নাল হাজারী বলেন, ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদের এক বক্তব্যে সাহস পেয়েছেন পরীমণি।হারুন সাহেব বলেছেন- মেয়েটা যদি ওখানে না যেত, এই অবাঞ্ছিত ঘটনা ঘটতো না। হ্যাঁ, এটাই ঠিক। এখন আমি বলতে পারি এই করোনাকালে একটি যুবতি মেয়ে পরীমণি রাত তিনটা পর্যন্ত সেই বোট ক্লাবে ছিলো, সে সেখানে ভাংচুর চালিয়েছে বলে ক্লাবটি মামলা করেছে। আমি বলি তাকে তখনই কেন আটক করা হলো না যখন সে মাতাল অবস্থায় থানায় গেছে।



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ২ জুলাই, ২০২১, ১১:০৯ পিএম says : 0
    মানুষ বলতেই একটু না একটু ভুল হয়,এখন এই সমস্ত ঝামেলা এই সমস্ত কথা বলার মনে হয় দরকার নেই। আমরা মনে করি পরিমনি যদি সে একজন মুসলিম মেয়ে দাবী করেন,সে যদি ঠিকই মদ পান করছেন মদ কি জিনিস সে অথচ জানতেন না,সর্ব প্রথম যে হারামজাদা অথবা হারামজাদী তাকে মদ পান শিক্ষাইয়াছে তারাই দায়ী ,এখন যদি সে মনে করে আমি আসলে একজন মুসলিম মেয়ে হয়ে মদ পান করা আমার ভুল হয়েছে,তাহা হইলে পরিমনি ইসলামী শরিয়ত মোতাবেক তওবা করে এই গুলি থেকে দুরে থাকতে পারে,নায়িকা হিসাবে কাজ করবে তাহা তাহার কর্ম ,কিন্তু মুসলিম মেয়ে হিসেবে পর্দা শীল হয়ে কর্ম করা দরকার ,তাই আমরা বলতে চাই পরিমনি যদি মনে করে আমি আমার ইচ্ছা মতেই চলবে,তাইলে তাহার অপকর্মের জন্য,সর্ব ক্ষেত্রে দাই থাকবে,আর যদি সে নিজেকে নিজে চিন্তা করে যে আমি ভুল পথে ছিলাম,আল্লা পাক আমাকে ক্ষমা করুন,আর এই সব কিছু করবে না,এতে আমরা মনে করি সে সব দিকে সুখী হবে,এবঃ যাদের সাথে বিবাদ হয়েছে তাহারা ও ভুলে যাবে,এখন বিস্তারিত বিষয় গুলি পরিমনির উপর ।
    Total Reply(0) Reply
  • MD Alamgir Hossain ২ জুলাই, ২০২১, ১১:২৫ পিএম says : 0
    আমি মনে করি নায়িকা পরীমনি ও অনেক দায়ী।
    Total Reply(0) Reply
  • MD Alamgir Hossain ২ জুলাই, ২০২১, ১১:২৫ পিএম says : 0
    আমি মনে করি নায়িকা পরীমনি ও অনেক দায়ী।
    Total Reply(0) Reply
  • Alayer khan ৩ জুলাই, ২০২১, ৪:৪৫ এএম says : 0
    কোনো ভালো ছেলে মেয়ে এই সব জায়গায় যায়। এই খানে যারা যায় জেনে শুনে যায়। এই জায়গাটা ভদ্রলোকের জন্য নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ