প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সত্য আর মিথ্যার পার্থক্য তুলে ধরে জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে একটি ঈদ নাটক নির্মাণ করলেন রুবেল হাসান। রাজীব আহমেদের চিত্রনাট্যে এতে আরও অভিনয় করেছেন সাবিলা নূর। সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এই নাটকের নাম ‘সদা সত্য কথা বলিবো’।
নির্মাতা রুবেল হাসান বলেন, ‘মাত্রই শুটিং শেষ করলাম। অনেক সীমাবদ্ধতার মধ্যে এই করোনাকালে আমাদের জীবনবাজি রেখে কাজটি করতে হলো। আমরা চেয়েছি এই নাটকটির মাধ্যমে একটি ভালো বার্তা দিতে দর্শকদের।’
নাটকে অপূর্বর চরিত্রটি এমন, ছেলেটা থাকে অনেক সৎ। কখনও মিথ্যা কথা বলে না, বলতে পারেও না। কিন্তু মিথ্যা না বলতে পারার কারণে অনেক চাপের মধ্যে থাকতে হয় তাকে। কখনও মিথ্যাবাদীদের সঙ্গে কথায় পেরে ওঠে না। হঠাৎ একদিন সে সিদ্ধান্ত নিলো, মিথ্যা বলা শুরু করবে। যেই ভাবনা সেই কাজ। কিন্তু মিথ্যা বলা শুরু করার পরে দেখলো আগের থেকে এখন আরও বেশি ঝামেলায় পড়া শুরু করলো। তখন সে আবার সিদ্ধান্ত নিলো সদা সত্য কথা বলিবো, কখনও মিথ্যা বলিবো না।
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘সদা সত্য কথা বলিবো’। সবগুলো কাজ ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।