Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনা অপরাধে আটক করার অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশের অনুমতি নিয়ে হাজতে আসামির সঙ্গে দেখা করতে যেয়ে বিনাঅপরাধে ৪ ঘণ্টা রুহুল আমিন নামে এক ব্যক্তিকে হাজতে আটকে রাখার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী রুহুল আমিন রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

রুহুল আমিন জানান, গত বুধবার বিকেলে রাজু নামের তার এক প্রতিবেশী ছোট ভাইকে গ্রেফতার করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন। রাজু একজন কাপড় ব্যবসায়ী। গত বুধবার বিকেল ৪টার দিকে রুহুল আমিন ফাঁড়ির কনস্টেবলের অনুমতি নিয়ে তার সঙ্গে দেখা করতে যায়।

বিষয়টি ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন দেখতে পেয়ে রুহুল আমিনকে চড়-ধাপ্পর দিতে দেন। একপর্যায়ে ইনচার্জ ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে হাজতে আটকে রাখেন। রাত ৮টার দিকে রুহুল আমিনের কাকুতিতে তাকে ছেঁড়ে দেয়া হয়। কান্নাজড়িত কন্ঠে রুহুল আমিন আরো জানান, তিনি একজন নিরীহ ও সহজ সরল মানুষ। পুলিশের এমন আচরণে সাধারণ মানুষ পুলিশ ফাঁড়িতে আর যাবে না।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পুলিশ ফাঁড়িতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে রাজুকে গ্রেফতার করা হয়েছে। রুহুল আমিনও তার সহযোগী ছিল। এ কারণে তাকে রাজুর সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। তবে, কাউকে হাজতে আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ