Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই আবাহনীর লড়াইয়ে জিতল ঢাকা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৯:২৮ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে দুই আবাহনীর লড়াইয়ে জিতল ঢাকা। বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ঢাকা আবাহনী লিমিটেড ২-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ও স্থানীয় মিডফিল্ডার মামুনুল ইসলাম একটি করে গোল করেন।

বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত ও পিচ্ছিল থাকায় স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোন দলই। কাদা মাঠে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঘাম ছুটেছে দুই দু’দলের খেলোয়াড়দের। তবে এরই মাঝে লিগে নিজেদের দশম জয়টি তুলে নিল ঢাকা আবাহনী লিমিটেড। এই জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে ঢাকা আবাহনী। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম আবাহনী। প্রথম পর্বে দু’দল ১-১ ব্যবধানে ড্র করেছিল।

বৃহস্পতিবার ম্যাচের শুরুতেই ঢাকা আবাহনীকে চমকে দিতে বসেছিল চট্টগ্রাম আবাহনী। ২ মিনিটে কর্নার বিপদমুক্ত করার পর নাসিরুল ইসলামের ক্রসে বক্সের ঠিক সামনে থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মের ভলি ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা আবাহনী পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পেতে অপেক্ষায় থাকতে হয় তাদের। ২১ মিনিটে ভালো একটি সুযোগ নষ্ট হয় ঢাকার। এসময় জুয়েল রানা ক্রসে সানডে চিজোবা হেড নিলে বল বাইরে চলে যায়। ২৪ মিনিটে রায়হানের থ্রো থেকে সুযোগ পেয়েছিলেন জুয়েল। কিন্তু বক্সের ভেতর থেকে নেয়া তার শট বাইরে গেলে অপেক্ষা বাড়ে ঢাকা আবাহনীর।

বিপিএলের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ৩৪ মিনিটে গোল পায়। রাফায়েল অগাস্তোর ক্রসে বুক দিয়ে বল নামিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন সানডে চিজোবা (১-০)। তিন মিনিট পর নাসিরুল বিপদ বাড়াতে বসেছিলেন আরও। বল ক্লিয়ার করতে গিয়ে জড়িয়ে দিচ্ছিলেন নিজেদের জালে। কিন্তু পোস্টে লেগে তা ফিরে আসায় ব্যবধান বাড়েনি। ৩৯ মিনিটে অগাস্তোর কর্নারে মাসিহ সাইঘানির হেড ফেরান নাসিরুল। ৫২ মিনিটে মানিক মোল্লার বল ক্লিয়ার করার চেষ্টায় মামুনুলের পায়ে লাগার পর বক্সে পান চিজোবা। তার কাছ থেকে ফিরতি পাস পেয়ে ডি-বক্সের একটু উপর থেকে জোরালো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মামুনুল (২-০)। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ