Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সেনাবাহী ভারতীয় ট্রাক খাদে, নিহত ৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

ভারতের পূর্ব সিকিমের গ্যাংটকে বুধবার সেনাসদস্যদের বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে নিমজ্জিত হয়েছে। এতে চার জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই জন। তাদের শিলিগুঁড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গিয়ে দুর্ঘটনার শিকার হয় ট্রাকটি। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাকে করে ছয় জওয়ান গ্যাংটকের দিকে যাচ্ছিলেন। তারা প্রত্যেকেই বাহিনীর কুমায়ুন রেজিমেন্টের জওয়ান। গ্যাংটকের ১০ কিলোমিটার আগে নিউ জওহরলাল নেহরু রোডের উপর সিক্সথ মাইলের কাছে পিছলে যায় ট্রাকের চাকা। নিয়ন্ত্রণ হারিয়ে ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে বৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী, বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) এবং পুলিশের উদ্ধারকারী দল। উদ্ধার তৎপরতায় যোগ দেয় স্থানীয়রাও। সেনাবাহিনীর একজন কর্মকর্তা সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, উঁচু পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। শেষ পর্যন্ত কোনওক্রমে তিন জওয়ানকে উদ্ধার করে গ্যাংটকের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুই জনকে নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গের শিলিগুঁড়ির একটি হাসপাতালে। হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ