Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০ হাজার টাকার শামুক!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

নদী কিংবা সাগরপাড়ে বেড়াতে গেলেই দেখা পাওয়া যায় শামুক-ঝিনুকের। খালে-বিলে, এমনকি ডোবা কিংবা পুকুরেও পাওয়া যায় এগুলো। আজকাল তো এগুলোর চাষও হয়। এবার ভারতের অন্ধ্র প্রদেশে এমন একটি শামুক ভেসে এসেছে, যার দেখা খুব কম মানুষই পেয়েছেন। আকারে এই শামুক অনেক বড়। বিক্রিও হয়েছে ১৮ হাজার রুপি বা প্রায় ২০ হাজার ৫০০ টাকায়।
ভারতের বার্তা সংস্থা এএনআই এক টুইটে জানায়, শামুকটি ভেসে এসেছে অন্ধ্র প্রদেশের ইস্ট গোদাবরী এলাকায় একটি নদীতে। বিশ্বে স্থল ও পানিতে শামুকের যত প্রজাতি রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রজাতির সদস্য ভেসে আসা ওই শামুক। এই প্রজাতির শামুক ৭০ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে। ওজন হতে পারে ১৮ কেজি পর্যন্ত। অস্ট্রেলিয়ান ট্রাম্পেট নামের এসব শামুক বেশ পরিচিত। এদের খোলস দিয়ে তৈরি অলঙ্কার খুবই জনপ্রিয়। এই জনপ্রিয়তাই কাল হয়েছে শামুক প্রজাতিটির জন্য। অতিশিকারে প্রজাতিটি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে।
বিশ্বের সবচেয়ে বড় এই শামুক প্রজাতির বসবাস মূলত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে। তবে অন্যান্য অঞ্চলেও এদের দেখা পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে, এই প্রজাতির শামুক নদী কিংবা সাগরপাড়ে ভেসে আসে ঘূর্ণিঝড় ও শক্তিশালী ঝড়ের পর। এ ছাড়া বর্ষায় এরা সক্রিয় হয়ে ওঠে। শীতে তারা নিষ্ক্রিয় অবস্থায় মাটির ভেতর গর্তে লুকিয়ে থাকে। জানা গেছে, ভারতের অন্ধ্র প্রদেশে নদীতে ভেসে আসা শামুকটির খবর ছড়িয়ে পড়তেই তা কিনতে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। শেষে নিলামের আয়োজন করা হয়। সেই নিলামে শামুকটির সর্বোচ্চ দাম ওঠে ১৮ হাজার রুপি। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ