নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নারী প্রিমিয়ার ফুটবল লিগ থেকে শেষ পর্যন্ত বাদই পড়লো ময়মনসিংহের কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। লিগে টানা তিন ম্যাচ না খেলায় ক্লাবটির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি।
লিগের এবারের আসরে নাসরিন স্পোর্টস একাডেমি, বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে মাঠে নামেনি কাচিঝুলি এসসি। নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে খেলতে স্টেডিয়ামে উপস্থিত হলেও খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষা না করানোয় তাদের খেলতে দেয়া হয়নি। পরের দুই ম্যাচে কাচিঝুলি মাঠেই আসেনি। টানা ৩ ম্যাচে প্রতিপক্ষকে ওয়াকওভার দেয়ার পর বাফুফে থেকে ক্লাবটিকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছিল। তারপর ডিসিপ্লিনারি কমিটি বুধবার সভা করে দলটিকে লিগ থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। যার তথ্য বৃহস্পতিবার প্রকাশ করে বাফুফে। কাচিঝুলি এসসি বাদ হওয়ায় এখন নারী লিগের দল থাকলো ৭ টি। যে দলগুলোর কাচিঝুলির সঙ্গে ম্যাচ বাকি ছিল তারা এখন ৩-০ গোলে বিজয়ী বলে গণ্য হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।