Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াইল্ড কার্ডের অপেক্ষা বাড়ল সীমান্তর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৭:৪৭ পিএম

আসন্ন টোকিও অলিম্পিকে খেলতে যাওয়ার জন্য দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তর ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হওয়ার কথা ছিল ৩০ জুন। কিন্তু এদিন কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে মাবিয়ার অপেক্ষা বাড়ল চার দিনের। ৫ জুলাই সীমান্তর ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হবে। তিনি টোকিও অলিম্পিকে খেলতে পারবেন কি না, তা জানা যাবে আগামী সোমবার। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ। বিশ্ব ভারোত্তোলন ফেডারেশনের সঙ্গে যোগাযোগ রয়েছে তার। তিনিই মূলত সীমান্তর ওয়াইল্ড কার্ডের বিষয়টি দেখভাল করছেন। বৃহস্পতিবার সকালে মহিউদ্দিন বলেন, ‘৩০ জুনের সভায় ওয়াইল্ড কার্ডের বিষয়টি নিষ্পত্তি হয়নি। ৫ জুলাই নিশ্চিত হওয়া যাবে কারা পাবেন কার্ড। দশটি ওয়াইল্ড কার্ড রয়েছে।’

দশটি ওয়াইল্ড কার্ডের মধ্যে মাবিয়া আক্তার সীমান্তর একটি হওয়ার সম্ভাবনা কেমন। এ প্রশ্নের উত্তরে মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মাবিয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আমরা তার বিভিন্ন রেকর্ড, সাম্প্রতিক ইভেন্টে অংশ নেয়ার ছবি পাঠিয়েছি।’

করোনাভাইরাস পরিস্থিতির জন্য সীমান্ত উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি। তিনি খেলতে পারলে ওয়াইল্ড কার্ড পাওয়া সহজ হতো। ২০১৬ রিও অলিম্পিকে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব থাকার কারণে খেলার সুযোগ পাননি সীমান্ত। টানা দুই সাফে স্বর্ণ জিতে সীমান্ত এখন অলিম্পিকে খেলার অপেক্ষায় প্রহর গুনছেন। সময়টা এবং অপেক্ষা বেশ কঠিন বলে জানান সীমান্ত। তিনি বলেন, ‘যে কাজই করি মন থাকে ওদিকে। ওয়াইল্ড কার্ড পাবো তো। অনেক দিন হলো এভাবে অপেক্ষায় আছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারোত্তোলন

২৪ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ