Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে ভারোত্তোলন প্রশিক্ষণ কার্যক্রম শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০২ পিএম

কিশোরগঞ্জে দশ দিন ব্যাপি ভারোত্তোলন প্রশিক্ষণ শুরু হয়েছে বৃহস্পতিবার। এদিন বিকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের তৃণমূল প্রতিভা অন্বেষনের আওতায় এ কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। প্রধান কোচ হিসেবে প্রশিক্ষণ দেবেন জাতীয় ভারোত্তোলন কোচ শাহরিয়া সুলতানা সুচি। প্রাথমিক বাছাইয়ে কিশোরগঞ্জের ২৯ জন বালক এবং বালিকা অংশ নেন। চূড়ান্ত প্রশিক্ষণের জন্য ৬ জন বালক এবং ১০ জন বালিকাকে বাছাই করা হয়।

দশ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় সমন্বয়কের দায়িত্বে রয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন। তিনি শুক্রবার জানান, কিশোরগঞ্জে ২০১৮ সালে প্রথম ভারোত্তোলন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে এরই মধ্যে দুই জন জাতীয় পর্যায়ে রেকর্ডসহ স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় চাকরি হয়েছে আরও ৬ জনের। সম্ভাবনাময় খেলাটিকে এগিয়ে নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ক্রীড়া অফিস থেকে সব সময় সহযোগিতা করা হয়। এছাড়া প্রতি বছর কিশোরগঞ্জকে ভারোত্তোলন প্রশিক্ষণ ভেন্যু করায় এনএসসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল-আমিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারোত্তোলন

২৪ এপ্রিল, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ