প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আট বছর আগে রেদওয়ান রনি পরিচালিত ‘আয়না মহল’ নামের নাটকে সর্বশেষ দেখা গিয়েছিলো পার্থ বড়ুয়া ও রাফিয়াত রশিদ মিথিলাকে। সেই বিরতি কাটিয়ে আবারও জুটি হয়ে হাজির হচ্ছেন দুই তারকা। তারা অভিনয় করেছেন ‘সুখী আত্মা’ নামের নাটকে। এটি তাদের দুজনের অভিনীত তৃতীয় নাটক। শফিকুর রহমান শান্তনুর রচনায় ‘সুখী আত্মা’ নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান।
পরিচালক অলোক হাসান জানান, ব্যতিক্রমী এই নাটকের গল্পে পার্থ বড়ুয়ার চরিত্রের নাম অমিয়। মিথিলা অভিনয় করেছেন মিথি চরিত্রে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে।
নাটকের গল্পে দেখা যাবে, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন অমিয়। পাশাপাশি কবরফলক লেখেন। অফিসের বস একদিন তাকে নিজ মেয়ের কবরের জন্য একটি ফলক লিখে দিতে বলেন। যার নাম মিথি। চিকিৎসক জানিয়েছেন, ক্যানসারে আক্রান্ত মিথি বেশি দিন বাঁচবেন না। বেঁচে থাকতে সে দেখে যেতে চায় তার সমাধিতে কী লেখা থাকবে! কিন্তু এক পর্যায়ে অমিয়র সঙ্গে দেখা করেন মিথি। দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরিবারের বাধা উপেক্ষা করেন অমিয়কে বিয়েও করেন তিনি। কিন্তু বাসর রাতেই মারা যায় মিথি।
নাটকটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, ‘পরিচালক যখন কাজটি নিয়ে আমার কাছে আসেন, তখন বলে দিয়েছিলাম, মিথিলা করলে আমি করব। সে যখন শিডিউল দেবে, সেভাবে আমিও দেব। তার সঙ্গে আমার কাজের ব্যাপারটা এমনই। খুব সহজ!’
মিথিলা বলেন, ‘পার্থ বড়ুয়ার গান এবং অভিনয় দুটিই ভালো লাগে আমার। অনেক বছর পর তার সঙ্গে কাজ হচ্ছে। দুজনেই কাজটি খুব উপভোগ করছি। নাটকের গল্পটিও চমৎকার। দর্শকের মনে থাকার মতো একটি কাজ হচ্ছে।’
পার্থ, মিথিলা ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, সাবেরর আলম প্রমুখ। রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে। ঈদুল আযহায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে নাটকটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।