Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১২:০০ এএম

 মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায় দুই গ্রæপের সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে চাষাড়া রেল স্টেশনের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।
স্থানীয়রা জানায়, চাষাঢ়া ও ইসদাইর এলাকার মাঝামাঝি জয়যাত্রা ক্লাব এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মানিক-শামীম ও ইসদাইর বুড়ির দোকান এলাকার জুয়েল ও সোহাগ গ্রæপের মধ্যে কয়েকদিনে ধরেই উত্তেজনা বিরাজ করছিল। গত সোমবার রাতে ক্লাবটি নিয়ন্ত্রণে আধিপত্য টিকিয়ে রাখতে উভয় পক্ষের লোকজন একে অন্যের উপর হামলা চালায়। এতে রুবেল নামে এক যুবক নিহত হয়। একই সংঘর্ষে আহত হয় আরও ৬। ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পারি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক

২২ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ