Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়োমেট্রিক পদ্ধতি কেন নয়

কয়েদি শনাক্ত জানতে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১২:০০ এএম

কয়েদি শনাক্তে কারাগারে ফিঙ্গারপ্রিন্ট, থামস প্রিন্ট (হাতের তালু) ও আইরিশ স্ক্যানিংয়ের মাধ্যমে বায়োমেট্টিক ডাটা পদ্ধতি চালুর কেন নির্দেশ দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। প্রকৃত কয়েদি শনাক্তের প্রয়োজনীয়তা থেকে জনস্বার্থে করা আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এবং বিচারপতি মো. আতাউর রহমানের ডিভিশন বেঞ্চ এ রুল দেন। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও কারা মহাপরিদর্শককে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। চট্টগ্রামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি কুলসুমীর পরিবর্তে মিনুআরার কারাভোগের ঘটনায় আদেশের ধারাবাহিকতায় এ রুল জারি করলেন আদালত। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। ওই ঘটনায় সম্পৃক্ত তিন আইনজীবীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। এর আগে গত ৭ জুন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুম আক্তার ওরফে কুলসুমীর পরিবর্তে কারা ভোগকারী মিনুকে মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় চট্টগ্রামের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর এমএ নাছের, অ্যাডভোকেট নূরুল আনোয়ার, অ্যাডভোকেট বিবেকানন্দ চৌধুরী ও আইনজীবী সহকারী সৌরভকে আদালতে হাজির হতে বলা হয়। গতকাল তারা সশরীরে হাইকোর্টে হাজিরা দেন। এ সময় অ্যাডভোকেট শিশির মনির আদালতে বলেন, গত দুই বছরে দেশে এমন অন্তত ২৬টি ঘটনা ঘটেছে।

যেখানে একজনের নামে আরেকজনকে কারাভোগ করতে হয়। এ ধরনের ঘটনা রোধে দেশের কারাগারগুলোতে বিদেশের মতো এই বায়োমেট্টিক পদ্ধতি চালু করতে নির্দেশনা চান। তখন আদালত সরকারপক্ষীয় শুনানি গ্রহণ করেন উপরোক্ত রুল জারি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়োমেট্রিক পদ্ধতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ