Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-নিবন্ধন রবি গ্রাহক মোছাঃ বেগম জিতলেন ১০ লাখ টাকার পুরস্কার

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করে ১০ লাখ টাকা পুরস্কার জিতেছেন মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহক মোছাঃ বেগম। বরিশাল বিভাগের বরগুনা জেলার বাসিন্দা বেগমের হাতে সম্প্রতি বরিশালে রবির গ্রাহক সেবা কেন্দ্রে চেক তুলে দেন অপারেটরটির বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহজালাল। কুমারখালী গ্রামের বাসিন্দা বিজয়ী মোছাঃ বেগমের নিজের কোন বসতভিটা নেই। এ টাকা দিয়ে এক টুকরো জমি কিনে ঘর বানাবেন বলে জানান তিনি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলে রবি সেবার সেন্টার ম্যানেজার মো. মিজানুল আহসান খান; বরিশালের এসএমই বিজনেস ম্যানেজার আসিফ বিন মুজিব এবং বরিশাল অঞ্চলের ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসেসের মো. রেজওয়ান চৌধুরী। গ্রাহকদের বায়োমেট্রিক সিম নিবন্ধনে উৎসাহিত করতে রবি গত ১৬ থেকে ৩১ মে পর্যন্ত সময়ে সিম নিবন্ধনে ১০ লাখ টাকা পুরস্কারসহ অন্যান্য সুবিধার অফার ঘোষণা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-নিবন্ধন রবি গ্রাহক মোছাঃ বেগম জিতলেন ১০ লাখ টাকার পুরস্কার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ