Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈদ্যুতিক তারে জড়িয়ে মার্কিন এয়ার বেলুন বিধ্বস্ত, নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২১, ১০:৩৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। শনিবার (২৬ জুন) নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যালবুকুরকি শহরে চারজন পর্যটকবাহী এয়ার বেলুনটি বিধ্বস্ত হয়ে বৈদ্যুতিক তারের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে পর্যটক বহনকারী একটি হট এয়ার বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচে নামতে থাকে। এ সময় বেলুনটি বৈদ্যুতিক তারের ওপর পড়লে ঘটনাস্থলেই মারা যান অন্তত চারজন। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে পুলিশ। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, নিহতদের দুজন পুরুষ এবং দুজন নারী। এদের মধ্যে একজন পাইলট ছিলেন। আর পুলিশ জানায়, বেলুনটি ১০০ ফিট ওপর থেকে নিচে পড়লেও বৈদ্যুতিক তারের ওপর পড়ায় এ হতাহত। দুর্ঘটনার পর শহরটিতে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এতে চরম ভোগান্তিতে পড়েন ১৩ হাজারের বেশি বাসিন্দা।
অ্যালবুকুরকি পুলিশ বিভাগের মুখপাত্র গিলবার্ট বলেন, ঘটনার পরপরই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কাজ করে যাচ্ছে। দুর্ভাগ্যবশত কয়েকজন প্রাণ হারিয়েছেন। কেন এই দুর্ঘটনা তা জানতে আমাদের বিশেষজ্ঞ প্যানেল তদন্ত শুরু করেছে।
এর আগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়েছে ১৬ জন নিহত হন। সূত্র: নিউইয়র্ক টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ