Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসুন্ধরা কিংসের কষ্টার্জিত জয়

মোহামেডান-আবাহনী লড়াই কাল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২১, ৯:১৯ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে পুরাণ ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দীর্ঘ দেড় মাসের বিরতির পর শনিবার থেকে ফের শুরু হয়েছে বিপিএলের খেলা। এদিন বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে বসুন্ধরা জয় পেলেও ব্যবধানটা প্রত্যাশিত ছিল না। ম্যাচে কিংসরা ২-১ গোলে হারায় জায়ান্ট কিলার খ্যাতদের। বিজয়ীদের পক্ষে নতুন বাংলাদেশি ফরোয়ার্ড এলিটা কিংসলে ও আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রিমে।

রহমতগঞ্জের বিপক্ষে বসুন্ধরা কিংস জয় পর্বে এটা সবারই ধারনা ছিল। কিন্তু দু’দলের শক্তির পার্থক্যে কিংসদের আরও বড় ব্যবধানের জয় আশা করেছিলেন ফুটবলপ্রেমীরা। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে রহমতগঞ্জের ফুটবলাররা নিজেদের উজার দিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি। তাদের হারিয়েই বিপিএলের দ্বিতীয় শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস।

এই ম্যাচের আগে আলোচনায় ছিলেন এলিটা কিংসলে, যিনি মাত্র কিছুদিন আগে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন বৈবাহিকসূত্রে। সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশের ফুটবলার হিসেবে অভিষেক ও মাঠে নেমেই গোল করা-সবকিছু ছাপিয়ে সেটাই ছিল এ ম্যাচের প্রধান আলোচনা। সেরা একাদশে নেমে কিংসলে ম্যাচের ২৯ মিনিটে গোল করে বসুন্ধরাকে এগিয়ে নেন (১-০)। দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন তাকে ৫৯ মিনিট পর্যন্ত খেলিয়েছেন। এরপর কিংসলেকে বদলে কোচ মাঠে নামান ব্রাজিলিয়ান রবসন ডি সিলভাকে। গোল হজম করার দশ মিনিটের মধ্যে রহমতগঞ্জ সমতা আনে। ম্যাচের ৩৯ মিনিটে রহমতগঞ্জের আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রিমে দারুণ এক গোল করলে ম্যাচে ফিরে রহমতগঞ্জ (১-১)। তবে ৪৪ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা বসুন্ধরার পক্ষে দ্বিতীয় গোল করে ফের দলকে এগিয়ে নেন (২-১)। বাকি সময় আর কোন গোল না হওয়ায় জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো বসুন্ধরা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানেই রইলো রহমতগঞ্জ।

এদিকে লিগের দ্বিতীয় পর্বে মোহামেডান-আবাহনী মর্যাদার লড়াইয়ে রোববার মাঠে নামবে দু’দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে খেলা। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের প্রথম পর্বের লড়াইটি ২-২ গোলে ড্র হয়েছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ