গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানী ঢাকার বাইরে গোপালপুর-তারাকান্দি ভাল্ব স্টেশনের ১২ ইঞ্চি ও ৮ ইঞ্চি ব্যাসের কন্ট্রোল ভাল্বে রক্ষণাবেক্ষণের জন্য শনিবার (২৬ জুন) রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২৫ জুন) রাত ১০টার পর থেকে এলাকাগুলোয় গ্যাস সরবরাহে বিঘ্নিত হচ্ছে।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপালপুর-তারাকান্দি ভাল্ব স্টেশনের ১২ ইঞ্চি ও ৮ ইঞ্চি ব্যাসের কন্ট্রোল ভাল্বে রক্ষণাবেক্ষণের কাজ চলবে শনিবার (২৬ জুন)। এ কারণে এদিন বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। যেসব এলাকায় গ্যাস থাকবে না তা হলো- গোপালপুর ডিআরএস, জামালপুর ইকোনমিক জোন, যমুনা ফার্টিলাইজার, জামালপুর এমঅ্যান্ডআর স্টেশন এলাকা, সরিষাবাড়ি এবং শেরপুর এমঅ্যান্ডআর স্টেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।