মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা মহামারির প্রভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে সারা বিশ্ব। দেশে দেশে তীব্র হচ্ছে এই সংকট। কোভিডে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষেত্রগুলোর একটি হচ্ছে হোটেল-রেস্টুরেন্ট খাত। এমন পরিস্থিতিতে যখন একজন ব্যক্তি রেস্টুরেন্টে ৩৭ ডলারের খাবার খেয়ে ১৬ হাজার ডলার টিপস দেন, তখন সেই বদান্যতার কথা ছড়িয়ে পড়তে আর খুব বেশি সময় নেয়নি। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে। রাজ্যের লন্ডনডেরি এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টটির নাম স্টাম্বল ইন বার অ্যান্ড গ্রিল। গত সোমবার রেস্টুরেন্টটির মালিক মাইকেল জারেলা ফেসবুকে ওই ঘটনা নিয়ে একটি পোস্ট দেন। পোস্টের কমেন্টে ওই ব্যক্তির উদারতার প্রশংসা করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ফেসবুকে বিলের কপির একটি ছবি সংযুক্ত করে মাইকেল জারেলা লিখেছেন, ‘স্টাম্বল ইন খুব উদার একজন গ্রাহক পেয়েছে। আপনার উদারতার জন্য ধন্যবাদ।’ বিলের ছবিতে দেখা গেছে, ওই ব্যক্তির মোট বিল এসেছে ৩৭ দশমিক ৯৩ ডলার। ওই বিলের সঙ্গেই ১৬ হাজার ডলারের টিপস দিয়েছেন তিনি। রেস্টুরেন্ট মালিক জানান, এ ঘটনা ঘটেছে গত ১২ জুন। সেদিন বিলের কাগজে টিপসের পরিমাণ দেখে প্রথমে তিনি ভেবেছিলেন গ্রাহক হয়তো ভুল করে এতো বড় সংখ্যা লিখে ফেলেছেন। পরে নিশ্চিত হন যে, এটি কোনও ভুল ছিল না।
তবে ওই ব্যক্তি তার নাম-পরিচয় প্রকাশে রাজি হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।