Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

৩৪ নারী রেস্টুরেন্ট কর্মীর মামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ১২:১১ এএম

মার্কিন রেস্টুরেন্ট কম্পানি টুইন পিকসের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক ৩৪ জন নারী কর্মী। তারা যৌন হয়রানি, মানসিক চাপ এবং কম বয়সী নারীদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ করেছেন রেস্টুরেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইলিনয়িস-এ করা মামলায় বলা হয়, ওই সংস্থার রেস্টুরেন্টগুলোতে বাণিজ্যিকভাবে যৌন পার্টি চলে। টুইন পিকসে বিভিন্ন খাবার খাওয়া যায়, মদ পান করা যায় এবং সেখানে দেখার মতো কিছু আয়োজন থাকে। আর সেখানকার ক্রেতা বা দর্শনার্থীদের কাছে খাবার পরিবেশন করেন স্বল্প বসনা নারীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় টুইন পিকসের রেস্টুরেন্টে অতীতে কাজ করেছেন এই ৩৪ নারী। তাদের দাবি, ক্রেতাদের হাতে তাদেরকে হেনস্থা করতে সহায়তা করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেস্টুরেন্ট-কর্মী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ