Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক জোরদার করছে রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৫ এএম

মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক জোরদার করছে রাশিয়া। মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, নেপিদুর সাথে সামরিক সম্পর্ক জোরদার করেতে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার সরকার প্রধানের সাথে বৈঠকের পর সের্গেই শোইগু বলেছেন, ‘আমাদের দেশের মধ্যে যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা ও বিশ্বাস প্রতিষ্ঠিত হয়েছে তার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো সফরে আছেন জেনারেল মিন অং। বুধবার সম্মেলনে তিনি দাবি করেছেন, তার দেশের জাতীয় নির্বাচনে কারচুপি করেছিল অং সান সু চির সরকার। এ কারণেই সেনাবাহিনী ক্ষমতা দখল করতে বাধ্য হয়েছে। স¤প্রতি রাশিয়া ও মিয়ানমারের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার হচ্ছে। মিয়ানমারের হাজার হাজার সেনাকে প্রশিক্ষণ, বিশ্ববিদ্যালয় বৃত্তি দিচ্ছে রাশিয়া। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ