Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহাড়ে লড়াই করার প্রশিক্ষণ নেই চীনা সেনাদের : ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২১, ১২:০৫ এএম

পাহাড়ি এলাকায় চীনের লড়াই চালানোর প্রশিক্ষণ নেই বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তার বক্তব্য, প‚র্ব লাদাখ সীমান্তে যখন কড়া প্রহরায় ভারতীয় জওয়ানরা, তখন নিয়ন্ত্রণরেখা বরাবর সেনার অবস্থান বদলে ফেলেছে চীন। বিপিন রাওয়াতের দাবি, পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাকে টেক্কা দিতে অক্ষম চীন। এসব জানিয়েছে পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে প্রকাশ, বিপিন রাওয়াত বলেন, ‘চীনা সেনারা সমতল থেকে আসেন। খুব অল্প সময়ের জন্যে তাদের পাহাড়ে মোতায়েন করা হয়। এরপর আবার তাদের বদলে দেওয়া হয়।’ নিয়ন্ত্রণ রেখায় বারবার লালফৌজের অবস্থান বদলের উপরেও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ক‚টনৈতিক বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন সামরিক প্রশিক্ষণের অভাব থাকলেও গত সোয়া এক বছরে ভারত যে তাদের ফেরাতে পারল না, সেটা সামরিক নয়- সামগ্রিক সরকারের ব্যর্থতা। চীনের উপর আন্তর্জাতিক প্রভাব তৈরি করার প্রশ্নে, দ্বিপাক্ষিক বাণিজ্যনীতিতে রদবদল এনে চাপে ফেলার প্রশ্নে অথবা সামরিক এবং অর্থনৈতিক প্রভাব তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ করে ড্রাগনকে পিছু হটাতে পারেনি মোদি সরকার। এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ