মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ট্রাস্টির পদ ছেড়ে দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ওয়ারেন বাফেট। বিল গেটস এবং মেলিন্ডা গেটস দম্পতির বিচ্ছেদের কারণে সংস্থাটিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার এক বিবৃতিতে ৯০ বছর বয়সী বাফেট বলেছেন, আমার লক্ষ্যগুলো ফাউন্ডেশনের সাথে শতভাগ সমন্বয় সাধন করেছে। নিজের প্রতিষ্ঠিত কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ের ৫০ শতাংশ শেয়ার এই সংস্থায় দেওয়ার পথে পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি।
গত ১৫ বছরে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলার দান করেছেন বাফেট। গেটস ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের তিন সদস্যের একজন তিনি। বাফেট ছাড়াও এই ফাউন্ডেশনের বোর্ডে আছেন বিল গেটস এবং মেলিন্ডা গেটস। গত মাসে ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসানের ঘোষণা দিয়েছেন বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।
বাফেট এবং বিল গেটস দীর্ঘদিনের বন্ধু। এক সময় বাফেটের কোম্পানি বার্কশায়ারের বোর্ডে ছিলেন বিল গেটস। কিন্তু গত বছর তিনি বার্কশায়ার থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে ২০০৬ সালে গেটস ফাউন্ডেশনে নিজের সম্পদের বিশাল অংশ দানের সিদ্ধান্ত নেন বাফেট। সূত্র: ব্লুমবার্গ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।