মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আর মেলিন্ডা গেটসের বড় মেয়ে জেনিফার গেটস মা-বাবার বিচ্ছেদের আঁচ নিজের জীবনে লাগতে দেননি। বিল আর মেরিন্ডা যখন নিজেদের ২৭ বছরের সংসার জীবনের ইতি টানার ব্যাপারে একমত হয়েছেন তখন জেনিফার (২৫) বিয়ে করার সিদ্ধান্ত নেন।
বিশ্ববাসীকে অবাক করে দিয়ে বিল আর মেলিন্ডা চলতি বছরের মে মাসে যখন বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তখন জেনিফার তার আসন্ন বিয়ে নিয়ে ছোট বোন ফোবির সঙ্গে বেশ খোশমেজাজেই ছিলেন। সম্প্রতি বড় বোনের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন ফোবি। ক্যাপশনে লিখেছেন ‘হবু কনের সাথে’। ছবিতে দুই বোনকেই বেশ হাসিখুশি দেখা গেছে।
তবে মা-বাবার বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে জেনিফার লিখেছিলেন, ‘আমাদের পুরো পরিবারের জন্য একটা দুঃসময় ছিল।’ তবে সেই দুঃসময় পার করে ছোট বোনকে নিয়ে আনন্দেরই দিন কাটানোর ব্রত নিয়েছেন বিল গেটস তনয়া। তারই প্রতিফল দেখা গেছে ফোবির বর্তমান পোস্টে।
বিল গেটস ও মেলিন্ডার সম্পর্কেংর শুরুটা ছিল পেশাভিত্তিক। ১৯৮৭ সালে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন মেলিন্ডা। এরপর দুজনের মধ্যে জানাশোনা শুরু হয়। তাদের বিচ্ছেদকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল বিচ্ছেদ বলে আখ্যায়িত করা হচ্ছে। সূত্র : রাডার অনলাইন, ডিএনএ ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।