Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পরবর্তী মহামারি নিয়ে সতর্ক করলেন বিল গেটস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৫ এএম

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করে বলেছেন, ভাইরাসজনিত আরও একটি মহামারির মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব যা আমরা এরই মধ্যে জেনে গেছি। তিনি বলেন, আগামী ২০ বছরের মধ্যে বিশ্বে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার ৫০ শতাংশ আশঙ্কা রয়েছে। রোববার এল দিয়ারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বিল গেটসের জনকল্যাণমূলক কর্মকাণ্ড প্রাথমিকভাবে টিকা ও আবহাওয়া পরিবর্তনের উপর গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, আমাদের পরিচিত ভাইরাস ছাড়াও মানবসৃষ্ট জীবাণু অস্ত্র বা আবহাওয়া পরিবর্তনের কারণে বিশ্বে পরবর্তী মহামারি আসতে পারে। বিশ্বের অন্যতম এই ধনকুবের বলেন, পরবর্তী মহামারি প্রতিরোধে আমাদের সম্ভাব্য রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস বা অন্যান্য জীবাণুর ওপর গবেষণায় বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। এর আগে, চলতি মাসের শুরুতে প্রকাশিত গেটসের একটি বইয়ে এমন একটি অ্যাসাইনমেন্টসহ বিশেষজ্ঞদের নিয়ে অন্তত তিন হাজার শক্তিশালী দল তৈরির পরামর্শ দিয়েছিলেন তিনি। ওই বইয়ে বিল গেটস বলেন, ‘গ্লোবাল এপিডেমিক রেসপন্স অ্যান্ড মোবিলাইজেশন’ নামে গঠিত টাস্ক ফোর্সকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে অর্থায়ন করা হবে, যাতে করে তারা সম্ভাব্য মহামারি সম্পর্কে আগে থেকেই জানতে পারে। এর জন্য প্রতি বছর অতিরিক্ত এক বিলিয়ন মার্কিন ডলারের (বাজেটের ২৫ শতাংশ বেশি) প্রয়োজন হবে। এদিকে, করোনার খবর নিয়ে মিডিয়া যখন ক্লান্ত, ঠিক তখনই নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। বলা হচ্ছে, আগামীতে ধ্বংসাত্মক হয়ে উঠবে এই মাঙ্কিপক্স। তবে বিল গেটস সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, বিশ্বে করোনা মহামারি না হলে, মাঙ্কিপক্স এতটাও মিডিয়া কভারেজ পেতো না। অবশ্য মাঙ্কিপক্স নিয়ে মিডিয়া কভারেজের প্রশংসা করেছেন তিনি। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ