মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের আসাম ও কয়েকটি রাজ্য যখন জনসংখ্যা নিয়ন্ত্রণে দুই সন্তাননীতি চালু করেছে তখন মিজোরামের এক মন্ত্রী উল্টো পথে হাঁটার ঘোষণা দিয়েছেন। রাজ্যটির ক্রীড়ামন্ত্রী রবার্ট রমাইয়া রয়তে ঘোষণা দিয়েছেন, তার সংসদীয় আসনে যে পরিবার সবচেয়ে বেশি সন্তান জন্ম দেবে তাদেরকে এক লাখ রুপি নগদ পুরস্কার দেয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম এখবর জানিয়েছে। রবিবার বাবা দিবসে এই ঘোষণা দেন রমাইয়া রয়তে। তিনি রাজ্যটির আইজাউল প‚র্ব-২ আসন থেকে নির্বাচিত হয়েছে। তিনি মিজোদের বড় পরিবার গড়ে তুলতে উৎসাহিত করছেন। সন্তানের সর্বনিম্ন বা সর্বোচ্চ সংখ্যা কত থাকলে অভিভাবক আর্থিক পুরস্কার পাবেন তা ঘোষণা করেননি মিজোরামের মন্ত্রী। তিনি বলেন, মিজোরামে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫২ জন। জাতীয় জনসংখ্যার ঘনত্ব ৩৮২ থেকে অনেক কম। কয়েক বছর ধরে মিজো জনগণের মধ্যে বন্ধ্যাত্ব ও জন্মের হার কমে যাওয়া গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়তে জানান, এই পুরস্কারের অর্থ প্রদান করবে তার ছেলের মালিকানাধীন নর্থ ইস্ট কনসালটেন্সি সার্ভিস নামের প্রতিষ্ঠান। ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, মিজোরামের জনসংখ্যা ১০ লাখ ৯১ হাজার। এটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্যের তালিকায় দ্বিতীয়। রাজ্যটির আয়ত প্রায় ২১ হাজার ৮৭ বর্গকিলোমিটার। এর মধ্যে ৯১ শতাংশই পাহাড়ি জঙ্গল। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।