মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্রে দুই প্রজাতির বাদুড়ের শরীরে করোনাভাইরাসের চেয়েও ভয়াবহ নিপাহ ভাইরাস শনাক্ত করা হয়েছে। পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির এক গবেষণায় এমন তথ্য জানা গেছে। গত বছরের মার্চে মহাবালেশ্বরের একটি গুহায় নিপাহ ভাইরাসে আক্রান্ত বাদুড়গুলোর সন্ধান পাওয়া যায়। খবর খালিজ টাইমসের। ‘ডিটেকশন অব পসিবল নিপাহ ভাইরাস ইন রোসেটাস লেসচেনোলটি এবং পিপিসট্রেলাস পিপিসট্রেলাস ব্যাটস ইন মহারাষ্ট্র, ইন্ডিয়া’ শিরোনামে জার্নাল অব ইনফেকশন অ্যান্ড পাবলিক হেলথে এই গবেষণা প্রকাশিত হয়েছে। ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজিতে ১০টি বাদুড়ের ওপর গবেষণা চালানোর পর তাদের প্রত্যেকের শরীরে এই ভাইরাস ধরা পড়ে। নিপাহ ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। তাই এটাকে করোনার চেয়েও ভয়াবহ বলে মনে করা হয়। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের বেশির ভাগ রাজ্যে সেখানে করোনায় মৃত্যুর হার এক থেকে দুই শতাংশ, সেখানে নিপাহ ভাইরাসে সংক্রমণের হার ৬৫ থেকে ১০০ শতাংশ। খালিজ টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।