নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ছয় দেশের অংশগ্রহণে আগামী অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। এতে অংশ নেবে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইরান, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ। ১৫ অক্টোবর থেকে টুর্নামেন্ট করার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে অনুমতিও দেয়া হয়েছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। এ সময় উর্মি গ্রুপের পরিচালক ফায়াজ রহমান ও ফেডারেশনের সহ-সভাপতি এরশাদ হোসেন উপস্থিত ছিলেন। এর আগে আটটি গ্রুপে ১২৭জন খেলোয়াড়ের অংশগ্রহণে ২৫ জুন থেকে শুরু হচ্ছে মুজিববর্ষ উর্মি গ্রুপ স্কোয়াশ প্রতিযোগিতা। গুলশান ক্লাব, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, চট্টগ্রাম ক্লাব এবং বিএএফ শাহিন স্কুলে অনুষ্ঠিত হবে সাতদিন ব্যাপী এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার গ্রুপগুলো হলো- উন্মুক্ত পুরুষ (সুপার ডিভিশন), উন্মুক্ত নারী, প্রথম বিভাগ (পুরুষ), মার্কার, ক্লাব সদস্য, অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৯ পুরুষ ও নারী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।