Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

একই দলে মেসি-রোনালদো!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৮:০৯ পিএম

দুই জনের মধ্যে ছিল সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা। গত এক দশকে ফুটবল অঙ্গনে সবচেয়ে বেশি উচ্চারিত প্রশ্নেও আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সময়ের সেরা ফুটবলার কে, মেসি নাকি রোনালদো? এই প্রশ্নের উত্তর নিয়ে বিভক্ত পুরো বিশ্ব। তবে এই দুই ফুটবলারকে যদি দেখা যায় একই দলে?

এমন ভাবনা সত্যিও হতে পারে। হ্যাঁ, ভুল শুনছেন না। বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা চাইছেন ‍এমনই। বর্তমানে জুভেন্তাসে খেলা রোনালদোকে দলে ভেড়াতে চাইছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি এমনটিই। আগে থেকেই দলটিতে খেলছেন লিওনেল মেসি। চুক্তি শেষ হয়ে গেলেও তার বার্সাতেই থাকার সম্ভাবনা জোরালো। তাই দুই মহাতারকাকে দেখা যেতে পারে একই একাদশে।

কিন্তু রোনালদোকে প্রস্তাব দিলেই তো হবে না, কীভাবে বার্সার আর্থিক সমস্যা কাটিয়ে নিয়ে আসা সম্ভব হবে? শোনা যাচ্ছে, তিনি যদি আসার জন্য ইচ্ছাপ্রকাশ করেন, তাহলে লোনে নেবে বার্সা। বিনিময়ে ক্লাবের রিনিউয়াল ফি যেমন বাড়ানো হবে, সেই সঙ্গে ক্লাবের আয়ও অনেক বাড়বে। মেসি-রোনালদো যখন একই দলে খেলবে, তখন সমর্থকদের আগ্রহটাও ওই রকমই থাকবে।

রিয়াল মাদ্রিদ থেকে ২০১৮ সালে রোনালদো চলে যাওয়ার পর থেকে অনেকের মনে শূন্যতা সৃষ্টি হয়েছিল। তাই লাপোর্তা এক ঢিলে দুই পাখি মারতে চান। একদিকে নিজের সুনাম তিনি বিশ্বের সামনে ছড়িয়ে দিতে চান আর অন্যদিকে আর্থিক দৈন্যতা থেকে ক্লাবকে টেনে তুলতেও কাজে দেবে এমন ট্রান্সফার। দেখার বিষয়, শেষ পর্যন্ত আর ওই চুক্তি হয় কি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ