Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ধাক্কা কাটিয়ে অবশেষে বিয়ের পিড়িতে জাম্পা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২১, ৭:১২ পিএম

দীর্ঘদিনের বান্ধবী হ্যাটি লেই পালমারকে সম্প্রতি বিয়ে করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা। এর আগে করোনাভাইরাসের কারণে একবার নয়, দুইবার তাকে বিয়ে স্থগিত করতে হয়েছিল। অবশেষে গত সপ্তাহে দুই ধাক্কা কাটিয়ে বিয়ের পিঁড়িয়ে বসেন জাম্পা।

করোনার কারণে গত বছর থমকে গিয়েছিল পৃথিবী। এই মহামারি থেকে বাঁচতে প্রায় দেশে লকডাউন শুরু হয়। যার কারণে জাম্পাকে তার বিয়ের পরিকল্পনা স্থগিত রাখতে হয়। কেবল এই অজি তারকা নয়, অনেক ক্রিকেটারকে তাদের বিয়ের অনুষ্ঠান পেছাতে হয় একই কারণে।

জাম্পার বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে ‘কেট উইলা’ নামের এক বিবাহ আয়োজক গ্রুপ। নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রামে জাম্পা ও তার হবু স্ত্রী পালমারের এক ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘পৃথিবীর সমস্ত সুখ জাম্পার প্রাপ্য! তৃতীয়বারের পরিকল্পনায় বিয়ে। ধন্যবাদ কোভিডকে। তারা গত সপ্তাহে বন্ধনে আবদ্ধ হলেন।’

পোস্ট করা ছবিতে দেখা যায়, জাম্পা কালো স্যুট পরে আছেন এবং তার স্ত্রীর গায়ে বিয়ের সাদা গাউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রিকেট

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ