Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাটলার-আফ্রিদিদের সঙ্গী রাজা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বছরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন সিকান্দার রাজা। ধারাবাহিকতা ধরে রেখে আলো ছড়িয়েছেন তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও। টুর্নামেন্টে জিম্বাবুয়ের তিন জয়েই ম্যাচ সেরা এই অলরাউন্ডার। যা এবারের আসরে সর্বোচ্চ। এমন পারফরম্যান্সে বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন রাজা।
গতপরশু মেলবোর্নে ইংল্যান্ড ও পাকিস্তানের ফাইনাল দিয়ে পর্দা নামে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এই সংস্করণের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ইংলিশরা। স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেলের রায়ের ভিত্তিতে পরদিন এবারের বিশ্বকাপের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন’ ঘোষণা করেছে আইসিসি। সেখানে জায়গা পেয়েছেন ৬ দেশের ক্রিকেটার। শিরোপা জেতা ইংল্যান্ডের আছেন সর্বোচ্চ ৪ জন। অধিনায়ক জস বাটলারকেই দেওয়া হয়েছে নেতৃত্বভার। একাদশে উইকেটরক্ষকও তিনি। রানার্সআপ পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি। সেমি-ফাইনাল থেকে বাদ পড়া ভারত থেকে বিরাট কোহলির সঙ্গে আছেন সূর্যকুমার যাদব। একজন করে ক্রিকেটার রাখা হয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে।
সেরা একাদশের দুজন ওপেনারই চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। অ্যালেক্স হেলস ২১২ রান করেছেন ৪২.৪০ গড় ও ১৪৭.২২ স্ট্রাইক রেটে। হেলসের ওপেনিং সঙ্গী ও দলের অধিনায়ক বাটলার ২২৫ রান করেছেন ৪৫ গড় ও ১৪৪.২৩ স্ট্রাইক রেটে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েছিলেন দুজন, হেলস ৮৬ ও বাটলার ৮০ রানে অপরাজিত ছিলেন। টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবেও রাখা হয়েছে বাটলারকে। এবার ৯টি ডিসমিসালও করেছেন বাটলার।
ব্যাটিং অর্ডারের পরের দুটি জায়গা ভারতের বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের। কোহলি টুর্নামেন্ট-সর্বোচ্চ ২৯৬ রান করেছেন ৯৮.৬৬ গড়ে, ব্যাটিং করেছেন ১৩৬.৪০ স্ট্রাইক রেটে। সূর্যকুমারের স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮, গড় ৫৯.৭৫। কোহলি সেমিফাইনালেও ফিফটি করেছিলেন যদিও সূর্যকুমার তেমন কিছু করতে পারেননি। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া নিউজিল্যান্ডের একমাত্র খেলোয়াড় হিসেবে আছেন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময় সেঞ্চুরি করেছিলেন, সব মিলিয়ে ৪০.২০ গড়ে করেছেন ২০১ রান।
সেরা একাদশে রাজার সুযোগ পাওয়াটা ছিল অবধারিতই। টুর্নামেন্টটা দারুণ কেটেছে জিম্বাবুইয়ান এই অলরাউন্ডারের, ২১৯ রান করার পাশাপাশি নিয়েছেন ১০ উইকেট। জিম্বাবুয়ে যে তিনটি ম্যাচ জিতেছে, সব কটিতেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তিনি। রাজার সঙ্গে আছেন পাকিস্তানের লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খান। ১৫ গড়ে ১১ উইকেট নেওয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাকিস্তানের বাঁচামরার ম্যাচে করেছিলেন ফিফটি।
ফাইনালের ম্যাচসেরা ও টুর্নামেন্ট-সেরা স্যাম কারেনকে রাখা হয়েছে ৮ নম্বরে। ফাইনালে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেওয়া কারেন টুর্নামেন্টে নিয়েছেন মোট ১৩ উইকেট, মাত্র ১১.৩৮ গড়ে। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটও নিয়েছিলেন তিনি। কারেনের সঙ্গে আছেন তিন ফাস্ট বোলার- দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্কিয়া, ইংল্যান্ডের মার্ক উড ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ৮.৫৪ গড়ে ১১ উইকেট নিয়েছেন নর্কিয়া। সেমিফাইনাল ও ফাইনালে না খেললেও গতির ঝড় তুলেছিলেন উড, সুপার টুয়েলভে ছিলেন বেশ ধারাবাহিক। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে নেন ৩টি করে উইকেট, টুর্নামেন্টে বোলিং করেছেন ১২ গড়ে।
ফাইনালে চোট পেয়ে আফ্রিদির উঠে যাওয়া পাকিস্তানের জন্য ছিল বড় ধাক্কা। চোট কাটিয়ে ফেরার পর ছন্দে ফিরতে সময় নিলেও পাকিস্তানের অন্যতম সেরা অস্ত্র ছিলেন তিনিই। ১৪.০৯ গড়ে এ বাঁহাতি পেসার নিয়েছেন ১১ উইকেট। টুর্নামেন্টে ১২৮ রানের সঙ্গে ৮ উইকেট নেওয়া ভারত অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে দ্বাদশ খেলোয়াড় হিসেবে।
সেরা একাদশ বেছে নেওয়ার কমিটিতে আহ্বায়ক হিসেবে ছিলেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, সদস্য হিসেবে ছিলেন ধারাভাষ্যকার মেল জোনস, আইসিসি হল অব ফেমের ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপল, সাংবাদিক পার্থ ভাদুরি ও আইসিসি ক্রিকেটের জেনারেল ম্যানেজার ওয়াসিম খান।

বিশ্বকাপের সেরা একাদশ

অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), জস বাটলার (অধিনায়ক/ উইকেটকিপার) (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), শাদাব খান (পাকিস্তান), স্যাম কারেন (ইংল্যান্ড), আনরিখ নর্কিয়া (দক্ষিণ আফ্রিকা), মার্ক উড (ইংল্যান্ড), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)। দ্বাদশ খেলোয়াড় : হার্দিক পান্ডিয়া (ভারত)।
চ্যাম্পিয়ন ইংল্যান্ডের চার, পাকিস্তান-ভারতের দুজন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টি ২০ বিশ্বকাপ

১০ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ
function like(cid) { var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "clike_"+cid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_comment_like.php?cid="+cid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function dislike(cid) { var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "cdislike_"+cid; document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_comment_dislike.php?cid="+cid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function rlike(rid) { //alert(rid); var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "rlike_"+rid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_reply_like.php?rid="+rid; //alert(url); xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function rdislike(rid){ var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "rdislike_"+rid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_reply_dislike.php?rid="+rid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function nclike(nid){ var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "nlike"; document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com//api/insert_news_comment_like.php?nid="+nid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } $("#ar_news_content img").each(function() { var imageCaption = $(this).attr("alt"); if (imageCaption != '') { var imgWidth = $(this).width(); var imgHeight = $(this).height(); var position = $(this).position(); var positionTop = (position.top + imgHeight - 26) /*$("" + imageCaption + "").css({ "position": "absolute", "top": positionTop + "px", "left": "0", "width": imgWidth + "px" }).insertAfter(this); */ $("" + imageCaption + "").css({ "margin-bottom": "10px" }).insertAfter(this); } }); -->