নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাতীয় ফুটবল দলের প্রতিভাবান ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়লো ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাবের। তরুণ এই ডিফেন্ডারের সঙ্গে সাইফের চার বছরের চুক্তি শেষ হবে চলতি মৌসুমে। অধিনায়ক জামাল ভূঁইয়ার মতো রাফিকেও আগামী মৌসুমে সাইফের জার্সি গায়ে মাঠে দেখা যাবে ।
২০১৬ সালে সাইফ যে বছর চ্যাম্পিয়নশিপ লিগে খেলেছিল, তখন দলটির অধিনায়ক ছিলেন রাফি। তারপর থেকেই সাইফ স্পোর্টিং ক্লাব দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে রাফিকে ধরে রাখে । রাফির সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর পর সাইফের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী মঙ্গলবার বলেন, ‘রাফি আমাদের ক্লাবের জন্মলগ্ন থেকে আছে। চুক্তি করে না রাখলে অনেক ক্লাব ওকে নেয়ার চেষ্টা করবে। চুক্তি বাড়িয়ে এখন আমরা ওকে নিয়ে চিন্তামুক্ত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।