মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের এরিজোনায় এক চ্যারিটি সাইকেল রাইডিংয়ে অংশ নেওয়া চালকদের ওপর ট্রাক তুলে দেয় এক ব্যক্তি। এতে ছয়জন গুরুতর আহত হয়। ঘটনার পরেই ট্রাকচালক পালানোর চেষ্টা করে। তাকে থামাতে একপর্যায়ে পুলিশ গুলি করে । ড্রাইভার গুরুতর আহত হলেও তার অবস্থা স্থিতিশীল। -বিবিসি
রবিবার (২০ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এরিজোনার শো লো শহরে ঘটেছে এ ঘটনা। পুলিশের বক্তব্য অনুসারে ড্রাইভার ছিল এক ৩৫ বছর বয়সী শ্বেতাঙ্গ। সে ট্রাক থেকে পালানোর সময় পুলিশ কর্মকর্তারা তাকে অনুসরণ করে। ঘটনাস্থল থেকে প্রায় এক মাইল দূরে এক হার্ডওয়্যার স্টোরের বাইরে তাকে গুলি করা হয়। শো লো পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস্টিন এম স্লেইটার বলেন, ‘আমাদের কমিউনিটি এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে। আমাদের হৃদয় ও প্রার্থনা আহত ও তাদের পরিবারের সঙ্গে রয়েছে।’ পুলিশ বিভাগ জানায়, নাভাজো কাউন্টি শেরিফের কার্যালয় তাদের সহযোগিতা করছে। এছাড়া এরিজোনা জননিরাপত্তা বিভাগ অভিযুক্তকে গুলি করার বিষয়টি তদন্ত করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।