বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর চকবাজার এলাকার যুবলীগ নেতা কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ নূর মোস্তফা টিনুকে আবারও কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার অস্ত্র মামলায় আত্মসমর্পণ করলে চতুর্থ মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামে শুদ্ধি অভিযানে র্যাবের হাতে অস্ত্রসহ আটক হন টিনু। আটকের পর র্যাব টিনুকে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার ‘কিশোর গ্যাংয়ের বড় ভাই’ হিসেবে উল্লেখ করেছিল। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী টিনুর বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। মামলায় নিম্ন আদালতে জামিন নেন টিনু। টিনুর জামিন বাতিল চেয়ে হাইকোর্টের পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। ২৩ মে নুর মোস্তফা টিনুর জামিন বাতিল করে তাকে ১৪ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।