Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রী, দিশেহারা স্বামী যা করলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০১ এএম

স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। বিষয়টি আঁচ করতে পেরেছিলেন স্বামী। বাড়িতে ঢুকেই ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখতে পাবেন তা কখনোও ভাবেননি তিনি। কিন্তু এ দৃশ্য নিজ চোখে দেখার পর আর নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী। তাই তো স্ত্রীর প্রেমিককে পেটাতে পেটাতে মেরে ফেলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আর সেই স্বামী খুনের বিষয়টিও স্বীকার করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ফকির তকিয়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাড়ি ছিলেন না দিনমজুর মধু সর্দার। শনিবার বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু কাজ না হওয়ায় বাড়ি ফিরে আসেন তিনি। বাড়ি ফিরে দেখেন স্ত্রী সোমা সর্দার প্রেমিক শম্ভু সরকারের সঙ্গে বাড়িতে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। এ দৃশ্য দেখার পরই নিজেকে ঠিক রাখতে পারেননি স্বামী মধু। লাঠি দিয়ে শম্ভুকে আঘাত করে। নিহত শম্ভুর বাড়ি উত্তর ২৪ পরগনার সরবেড়িয়া এলাকায়। শম্ভুকে আশঙ্কাজনক অবস্থায় মঠেরদিঘী ব্লক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। সংবাদ প্রতিদিন।



 

Show all comments
  • Furkan ২০ জুন, ২০২১, ২:৪৩ এএম says : 0
    Good job. No need to ask police for any help or going to court. Do your own justice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ