বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনার সংক্রমন দিনদিন বেড়ে যাওয়ায় গোপালগঞ্জে লকডাউন ঘোষনা করা হলেও তা অনেকটাই ঢিলেঢালা ভাবে চলছে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে সাত দিনের লকডাউন ঘোষনা করেন জেলা প্রশাসক সাহিদা সুলতানা। জেলা প্রশাসনের ঘোষনা অনুযায়ী আগামী ২৪ জুন পর্যন্ত চলবে এই লকডাউন।
করোনা ছড়িয়ে পড়ার আশংখায় যে সমস্ত এলাকাগুলো ঝুকিপূর্ন হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়ন,মুকসুদপুর পৌরসভা ও কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়ন ।ওই সব স্থানের মানুষের অন্য এলাকায় প্রবেশের বিধিনিষেধ রয়েছে। তা সত্তেও সকাল থেকেই লক্ষ করা যায়- অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলছে ছোট ছোট যানবাহন। যারা ঘর থেকে বাইরে বেরহ চ্ছে কেউ কেউ স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করলেও আবার অনেকেই তা মানছেনা। এতে আশংকায় রয়েছেন জেলার স্বাস্থ্য সচেতন মানুষ। স্বাস্থ্য বিধি মেনে যাতে লকডাউন পালিত হয় সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।