Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যপ্রাচ্যের ৪ দেশ থেকে প্রতিরক্ষা ইউনিট সরাচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ১০:৩২ এএম

মধ্যপ্রাচ্যে মোতায়েন বিপুল সংখ্যক মার্কিন সেনা ও বেশ কয়েকটি আকাশপ্রতিরক্ষা ইউনিট সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনা প্রশমনে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক প্রচেষ্টার মধ্যেই এই পদক্ষেপ নিল পেন্টাগন। শুক্রবার দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরাক, কুয়েত, জর্ডান ও সৌদি আরব থেকে আটটি প্যাট্রিয়ট অ্যান্টিমিসাইল ব্যাটারি সরিয়ে নিচ্ছে পেন্টাগন। এছাড়া ট্রাম্পের আমলে সৌদিতে পাঠানো টার্মিনাল হাই অ্যাল্টিচিউড এরিয়া ডিফেন্স বা থাড নামে আরেকটি আকাশপ্রতিরক্ষা ব্যবস্থাও ফিরিয়ে নেয়া হচ্ছে।

এর প্রত্যেকটি ব্যাটারি পরিচালনা ও সহযোগিতার জন্য কয়েকশ’ সেনা এবং বেসামরিক লোকজন প্রয়োজন হয়। গত ২ জুন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের ফোনালাপের পর থেকেই এই প্রত্যাহার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা ম্যাকনাল্টি বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি ইউনিট অন্য দেশে পুনঃমোতায়েন এবং কিছু সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়া হচ্ছে। তবে তাদের কোন দেশে পুনঃমোতায়েন করা হচ্ছে তা জানাননি তিনি।

এক ইমেইলে এ মার্কিন কর্মকর্তা বলেছেন, আয়োজক দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি পূরণে সক্ষমতার দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার নামে ইরাকে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা গত বছর আড়াই হাজারে নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সরানো হচ্ছে আফগানিস্তানে মোতায়েন সেনাদেরও।

যুক্তরাষ্ট্র ইরানকে এখনো মধ্যপ্রাচ্যের বড় হুমকি হিসেবে দেখলেও বর্তমান মার্কিন প্রশাসন তেহরানের সঙ্গে সমঝোতার মাধ্যমে পরমাণু চুক্তি পুনর্বহাল করতে আগ্রহী। এটি হলে ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।



 

Show all comments
  • Masud Rana ১৯ জুন, ২০২১, ১:৩৬ পিএম says : 0
    খুব ভালো খবর
    Total Reply(0) Reply
  • রোমান ১৯ জুন, ২০২১, ৪:১৮ পিএম says : 0
    সারা বিশ্ব থেকেই যুক্তরাষ্ট্র-এর আধিপত্য কমে আসছে
    Total Reply(0) Reply
  • ডাঃ নাঈম আবদুল্লাহ ১৯ জুন, ২০২১, ৪:১৯ পিএম says : 0
    আমেরিকা সৈন্য প্রত্যাহার করছে না বরং বলুন আমেরিকা যুদ্ধে হার মেনেছে ।
    Total Reply(0) Reply
  • তুষার আহমেদ ১৯ জুন, ২০২১, ৪:২০ পিএম says : 0
    এই দেশগুলোতে অশান্তির মূল কারণ পশ্চিমা জোট নেটো, পশ্চিমারা যত দ্রুত সরে যাবে ততই তাড়াতাড়ি শান্তি ফিরে আসতে থাকবে
    Total Reply(0) Reply
  • Shahid Shamim ১৯ জুন, ২০২১, ৪:২১ পিএম says : 0
    সৈন্য সরিয়ে নিতে বাধ্য হয়েছে আমেরিকা
    Total Reply(0) Reply
  • H M Hasan Ahmad ১৯ জুন, ২০২১, ৪:২১ পিএম says : 0
    শান্তির কথা বলে সন্ত্রাসী এর কর্মকাণ্ড পরিচালক আমেরিকা।
    Total Reply(0) Reply
  • Arafat ১৯ জুন, ২০২১, ৪:২২ পিএম says : 0
    পাওয়ার ফুল আমেরিকা, যুদ্ধে হার নিয়ে ফিরতে হচ্ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ