বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সাথে বাতিল করা হয়েছে যথাযথ তথ্য না পাওয়ায় দুজনের প্রার্থিতা। ঘোষিত মনোনয়নপত্রের বৈধ প্রার্থীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী, জুনায়েদ মোহাম্মদ মিয়া।
এছাড়া প্রার্থীতা বাতিল করা হয়েছে শেখ জাহেদুর রহমান মাসুম ও ফাহমিদা হোসেন লোমারের। সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, এবারের নির্বাচনে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন প্রার্থী। মনোনয়ন যাচাই-বাছাই শেষে আজ ৪ জনের মনোনয়ন বৈধ ও বাতিল করা হয়েছে ২ জনের মনোনয়ন। তবে তারা প্রার্থিতা ফিরে পেতে করতে পারবেন আপিল।
অপরদিকে, জেলা রিটানিং কর্মকর্তা জানান, শেখ জাহেদুর রহমান মাসুম নামের এক প্রার্থী মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের দেননি কোন তথ্য। আর মহিলা প্রার্থী ফাহমিদা হোসেন লোমা’র দাখিলকৃত মনোনয়ন পত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের তথ্য দিলেও তা যাচাই-বাছাই করে সঠিক না পাওয়ায় বাতিল করা হয়েছে তার মনোনয়ন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।