মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঝগড়ার পর প্রতিহিংসা পরায়ণ হয়ে স্বামীর ওপর চিনি মেশানো ফুটন্ত পানি ঢেলে দিয়েছিলেন এক নারী। এ ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়। এরপর তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০২০ সালের ১৪ জুলাই ব্রিটেনের চেশায়ারে নেস্টনের হাইফিল্ড রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ৫৯ বছর বয়সী কোরিন্না স্মিথ তার ৮১ বছর বয়সী ঘুমন্ত স্বামী মাইকেল বেইনেসের ওপর ফুটন্ত পানি ঢেলে দিয়েছিলেন। এরপর মাইকেলের শরীর মারাত্মকভাবে পুড়ে যায়। এ ঘটনায় পাঁচ সপ্তাহ পর হাসপাতালে মারা যান মাইকেল। তবে স্বামী হত্যার অভিযোগ অস্বীকার করেছেন স্মিথ। যদিও চেস্টার ক্রাউন কোর্টের একটি জুরি তাকে দোষী সাব্যস্ত করেছে। ক্রাউন প্রোসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, তার স্বামীর সেবাকারীও ছিলেন স্মিথ। মাইকেলকে হত্যার আগে তার এবং পরিবারের আরেক সদস্যের সঙ্গে স্মিথের ঝগড়া হয়। সিপিএস জানায়, মাঝরাতের কিছুক্ষণ পর দুই কেটলি পানিতে চিনি মিশিয়ে ফোটায় স্মিথ। এরপর সেই পানি বালতি করে মাইকেলের শরীরে ঢেলে দেন তিনি। ওই সময় মাইকেল ঘুমিয়ে ছিল। ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত পানি ঢেলে দেয়ার পর কাঁদতে কাঁদতে প্রতিবেশীর বাড়িতে ছুটে যান স্মিথ। এসময় তিনি বলেন, আমি তাকে আঘাত করেছি। আমি তাকে মারাত্মকভাবে আঘাত করেছি। আমার মনে হয় আমি তাকে হত্যা করেছি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।