মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে কারাগারে যেতে হয়েছিল ২১ বছরের এক যুবককে। সেই মামলায় জামিনে বের হয়ে আবারও সেই কিশোরীকে ধর্ষণ করেছে ওই যুবক। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে তিনটি এজাহার দায়ের করা হয়েছে। ভারতের রাজস্থানের জয়পুরে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, অভিযুক্ত যুবক ভুক্তভোগী কিশোরীর পরিবারের পরিচিত। ওই কিশোরীর পরিবার জানায়, গত বছর জুলাই মাসে তাকে অপহরণ করে ওই যুবক। পরে অক্টোবরে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়। কারদানি পুলিশ জানিয়েছে, প্রায় এক মাস আগে জামিনে মুক্ত হয় অভিযুক্ত যুবক। রোববার তার সঙ্গে দেখা করতে ওই কিশোরীকে ডাকে সে। এসময় হুমকি দিয়ে তাকে একটি রুমে নিয়ে যায় ওই যুবক। সেখানেই তাকে ধর্ষণ করে সে। সন্ধ্যা হয়ে গেলেও ওই কিশোরী বাসায় না ফেরায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়ার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।