নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসরে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে প্রতিবাদ করতে গিয়ে মেজাজ হারিয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব আল হাসান। সঙ্গে ছিল ৫ লাখ টাকা অর্থদন্ড। গতকালই শেষ হয়েছে এর মেয়াদ। এখন আর মাঠে ফিরতে বাধা নেই মোহামেডান অধিনায়কের। আগামী ম্যাচ থেকে খেলতে বাধা নেই সাকিবের। তবে যেহেতু জৈব সুরক্ষা বলয় ভেঙেছেন, তাই এখন আবার করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট নিয়ে তারপরেই দলে যোগদান করতে হবে। গতকাল করোনা পরীক্ষা করানোর জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে যান দেশসেরা অলরাউন্ডার।
নিষেধাজ্ঞায় থাকা সময়টা অবশ্য অলস কাটেনি সাকিবের। সেই সময়টিও ভিন্নভাবে কাজে লাগিয়েছেন তিনি। শাস্তি পাওয়ার পরের দিনই জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে যান এই অলরাউন্ডার। একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নেন এবং শুভেচ্ছাদ‚ত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দেন সাকিব। এ ব্যাপারে মোহামেডান ক্লাব সূত্র জানিয়েছে, ‘সাকিব জৈব সুরক্ষা বলয়ের বাইরে ছিল কারণ একটি প্রতিষ্ঠানের সাথে তার চুক্তি ছিল। সেটি সম্পন্ন করতেই তাকে বের হতে হয়েছিল। এখন তিন ম্যাচের শাস্তি যেহেতু শেষ, তাই খেলায় ফিরতে তার করোনা পরীক্ষা করা হয়েছে বিসিবিতে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।