মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উটা ক্যাপিটলে বিশ্ব শরণার্থী সপ্তাহের সূচনা উপলক্ষে মঙ্গলবার একটি প্রাকৃতিকীকরণ অনুষ্ঠানে মার্কিন নাগরিক হয়েছেন ১৪ শরণার্থী। নতুন নাগরিকরা হলেন বসনিয়া, ভুটান, বুরুন্ডি, কঙ্গো, ইরান, ইরাক, নেপাল, সোমালিয়া, সুদান এবং থাইল্যান্ড থেকে আগত শরণার্থী। দিদিয়ের নগেন্দাকুমনা, মাইন তমং, জয়নব মাসউদ, এবং হাওয়া গাদুদ তাদের জীবনের আশা পূর্ণ হওয়ায় কৃতজ্ঞ।
সোমালিয়া থেকে উটাতে আসা নাইমা মোহাম্মদ তার নাগরিক হওয়ার অভিজ্ঞতা নিয়ে উপস্থিতদের সাথে কথা বলেন।
মোহাম্মদ বলেন, ‘এটি অর্জন করতে অনেক শক্তি এবং ধৈর্য লাগল’। ‘মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে সাবলীলভাবে ইংরেজি শিখতে ও কথা বলতে, আমার বংশের প্রথম উচ্চমাধ্যমিক থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী করতে, সামাজিক কাজে মাস্টার্স অর্জনে এবং উটা রাজ্যের একজন সামাজকর্মী হিসাবে শরণার্থী সেবা অফিসে কাজ করার সুযোগ করে দিয়েছে’। সূত্র : দ্য সল্ট লেক ট্রিবিউন।
মওদুদের উত্তরসূরী হতে আগ্রহী স্ত্রীসহ ৭ জন
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ) আসন
আনোয়ারুল হক আনোয়ার
নোয়াখালী-৫ নির্বাচনী আসনটি (কোম্পানীগঞ্জ-কবিরহাট) নিয়ে গঠিত। জাতীয় রাজনীতিতে আসনটি ভিআইপি আসন হিসেবেও পরিচিত। জীবদ্দশায় বিএনপির নেতৃত্বে নিজের আসনসহ নোয়াখালীতে প্রভাবশালী ব্যক্তি ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।
সাবেক প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর আসনটিতে উত্তরাধিকার নিয়ে আলোচনা চলছে। এ আসনে আওয়ামী লীগের বিপক্ষে বিএনপির হয়ে কে নেতৃত্ব দেবে। এমন অবস্থায় ব্যারিস্টার মওদুদের উত্তরসূরী হিসেবে বিএনপির হাল ধরতে চান তার সহধর্মীনি হাসনা জসীম উদদীন মওদুদসহ ৭ জন। নিরবে নেতৃত্ব প্রত্যাশীরা চালাচ্ছেন নানামুখী কর্মকাণ্ড। করোনা সংক্রমণের কারণে স্থানীয় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে পড়েছে। তবে সীমিত রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যেও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মূল আলোচনার বিষয় হচ্ছে মওদুদের স্থলে বিএনপির রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রমের উত্তরসূরী হচ্ছে কে? কার নেতৃত্বে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে। নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে দলের ত্যাগী-পরিক্ষিত নেতা যেমন আছে, তেমনি আছেন নব্য বিএনপিরাও। এ পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আসতে পারে নতুন নেতৃত্বের ঘোষণা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সূত্রে এমন আভাস পাওয়া গেছে।
নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মীনি সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জাকির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ, অ্যাডভোকেট পারভীন কাউছার মুন্নি। এছাড়া জামায়াত ঘরানার ব্যবসায়ী ফখরুল ইসলাম নিজেকে বিএনপি বলে পরিচয় দিলেও, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি। তিনিও নেতৃত্ব প্রত্যাশী।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিএনপির সাংগঠনিক নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত মওদুদ আহমদের সহধর্মীনি হাসনা জসীম উদদীন মওদুদ এগিয়ে রয়েছে। স্থানীয় নেতাকর্মীরা জানায়, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ ও মাঠ পর্যায়ের নেতাদের আস্থার জায়গায় রয়েছেন। কবিরহাট পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, মওদুদ আহমদের মত পাহাড়সম যোগ্যতার অধিকারী রাজনীতিবিদের নেতৃত্বে নোয়াখালী-৫ আসন বিএনপি ছিল। আগামী দিনের রাজনীতিতে মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের উপর নির্ভর করবে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা। এইটা ভুলে গেলে চলবে না।
হাসনা জসীম উদদীন মওদুদ বলেন, এটা এখনো অনেক অপরিপক্ক বিষয়। আমি এখনো শোকে আছি। তবে আমাদের পার্টি থেকে যখন যে সিন্ধান্ত আসবে সে হিসেবে আমি মুভ করব এবং সেটাই পালন করব। তবে এলাকার মানুষ চাইলে আমি বিয়টি প্রাধান্য দেব। অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, মওদুদ সাহেব যখন জাতীয় পার্টিতে যায় তখন এখানে বলতে গেলে বিএনপির অস্তিই ছিলনা। তখন সদর-কোম্পানীগঞ্জে বিএনপির সাংগঠনিক অবস্থাটা আমি তৈরি করেছি। আমি ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। ১৯৯১ সালে এই আসন থেকে বিএনপির প্রাথী হিসেবে সংসদ নির্বাচন করি। এ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে আমিই প্রাপ্য। জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, এ বিষয় নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন।
বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, মওদুদ সাহেবই এলাকার রাজনীতিতে আমাকে উৎসাহিত করেন। আমি চাচ্ছিনা মওদুদ সাহেবের মৃত্যুর পর-পরই এ বিষয় নিয়ে কথা বলতে বরং আমি চাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এলাকায় খোঁজ খবর নিয়ে ভবিষ্যত রাজনীতির জন্য যাকে যোগ্য মনে করবেন তাকেই এলাকার রাজনীতির সাংগঠনিক কর্মকাণ্ড দেখ ভালের জন্য দায়িত্ব দিবেন। দলকে ভালোবেসে দলের দায়িত্ব নিতে আমার আগ্রহ থাকাটা স্বাভাবিক। তবে দলের হাই কমান্ড যে সিন্ধান্ত নিবে তা মেনেই রাজনীতি করব। ফখরুল ইসলাম বলেন, এখন অনেককে নিয়ে আলোচনা হচ্ছে। দল কাকে দিবে এটা দলের কেন্দ্রীয় সিন্ধান্তের ওপর নির্ভর করছে। অ্যাডভোকেট পারভীন কাউছার মুন্নি বলেন, আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বিভিন্নভাবে দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের কাছে আমার বক্তব্য তুলে ধরব। দল যে সিন্ধান্ত দিবে আমরা তা মেনে দলের জন্য কাজ করব। এ বিষয়ে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, যারা তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে দলের কাজ করবে তারাই নতুন নেতৃত্বে আসবেন।
স্থানীয়দের ধারণা, এ আসনটিতে যে প্রার্থী জয় পান তার দলই সরকার গঠন করে। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনের সময় থেকেই এ আসনে লড়ে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও মওদুদ আহমদ। যেবার মওদুদ জিতেছেন সেবার বিএনপি সরকার গঠন করেছে। যেবার ওবায়দুল কাদের জিতেছেন সেবার আওয়ামী লীগ সরকার গঠন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।