প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। দ্বিতীয় সিনেমায় কাজ করার খবর এখনও প্রকাশ্যে আসেনি। তবে বসে নেই অভিনেত্রী। ওটিটিতে কাজ করছেন তিনি। এরইমধ্যে ‘পঁচিশ’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে সিরিজটির দৃশ্য-ধারণ সম্পূর্ণ হয়েছে।
প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘এখন দেশের ওয়েব সিরিজগুলো সিনেমার আদলে নির্মিত হচ্ছে। দর্শকদের আগ্রহও বাড়ছে। সে কারণে আমি ওয়েব সিরিজে অভিনয় শুরু করেছি।’
তিনি জানান, ‘মাহমুদ দিদারের ‘পঁচিশ’-এর গল্পটি বেশ চমৎকার। সিরিজটিতে আমার চরিত্রে চ্যালেঞ্জ অনেক। এমন কিছু দৃশ্যে কাজ করেছি, যা দর্শকরা দেখলে অবাক হবেন। আমার অভিনয় করতেও ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও ভালো লাগবে।’
‘পঁচিশ’ শিরোনামের ৮ পর্বের ওয়েব সিরিজের প্রযোজক ও গল্পকার কামরুন্নেসা মীরা। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য করেছেন মাহমুদ দিদার।
মাহমুদ দিদার বলেন, ‘গল্পটা গঠনে পঁচিশ সংখ্যাটি গুরুত্বপূর্ণ। তাই এটার নাম পঁচিশ। আমার নির্মাণের যে স্টাইল, সে ঢংয়েই কাজটি করেছি।’
থ্রিলার গল্পে নির্মিত এই সিরিজে সুনেরাহ ছাড়া আরও অভিনয় করছেন ইয়াশ রোহান, শ্যামল মাওলা, সাঈদ বাবু ও রুদ্র হক। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের ঈদের স্পেশাল ওয়েব সিরিজ এটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।