Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬ লাখ ছাড়ালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ২:৪৮ পিএম

চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ৬ লাখ ছাড়াল। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৪৯ জনের। আক্রান্ত হয়েছে আরও ১৭ হাজার ৮৩৪ জন। মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৬ লাখ ১৫ হাজার ৪৮৯জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৮ জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৪০জন। নতুন এ হিসেব অনুযায়ী, করোনায় আক্রান্ত ৫৫০ জনের মধ্যে একজন করে প্রাণ হারাচ্ছেন সেখানে।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ৫৫৬ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৯ হাজার ৫৬৩ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ২৬৪ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ