নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এক দল ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন, আরেক দল বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ মুকুটধারী। এক দল ইউরোর আসরে সর্বোচ্চ শিরোপাধারী আরেক দল বর্তমান রানার্স আপ। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে গ্রুপ ‘এফ’ নামক মৃত্যুকূপে মুখোমুখি বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও জার্মানি। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে ফরাসি ও জার্মানরা। এখন পর্যন্ত ইউরোর সবচেয়ে হেভিওয়েট মহারণ দেখতে মুখিয়ে আছে ফুটবল ভক্তরা।
এমন একটা ম্যাচের জন্য ফুটবল বিশ্বকে অপেক্ষায় থাকতে হয় কোয়ার্টার কিংবা সেমিফাইনাল পর্যন্ত। তবে ইউরোর গ্রুপপর্বেই সেই আক্ষেপ মিটতে যাচ্ছে ফুটবল ভক্তদের। ২০১৬'র ইউরোর সেমিফাইনালের পর আবারও মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং জার্মানি।
ম্যাচটা জার্মানির ঐতিহাসিক অ্যালিয়েঞ্জ অ্যারেনায়। তাই আশায় বুক বাঁধতেই পারে ডাই ম্যানশাফটরা। তাছাড়া এই আসরের পর ডাগআউট থেকে বিদায় নিবেন অভিজ্ঞ গুরু জোয়াকিম লো। তার জন্য আসরটা রাঙাতে চাইবেন গেনাব্রি, মুলাররা।
পরিসংখ্যান কিংবা বর্তমান পারফরম্যান্স, এগিয়ে ফ্রান্সই। এখন পর্যন্ত খেলা ৩১ ম্যাচে ফরাসিদের জয় ১৪টি আর জার্মানদের ৯টি। ড্র হয়েছে ৮ ম্যাচ। তবে জার্মানির নতুনভাবে গড়ে তোলা দলটায় টনি ক্রুস, থমাস মুলারদের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তেমনি কাই হাভাৎর্স, টিমো ওয়ের্নার, আন্তোনিয়ো রুডিগার, ইকেই গুন্দোয়ানরা। গোলপোস্টে অভিজ্ঞ ম্যানুয়েল নয়্যার। লিরয় সানে, জশুয়ো কিমিচ গেনাব্রিদের নিয়ে ঘুরে দাঁড়াবে জার্মানরা। এমন প্রত্যাশা তাদের।
জার্মান কোচ জোয়াকিম লো বলেন, 'আমরা বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষের ম্যাচ দিয়ে আসর শুরু করছি। প্রথম ম্যাচে জয় পেলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। ওয়ের্নার, সানে, হাভাৎর্স, মুলাররা যা কিছু করতে সক্ষম। ফ্রান্সের চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত।'
জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার জানান, 'এমবাপ্পে ছাড়াও ফ্রান্স দলটায় অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে। ফ্রান্সের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে। চ্যাম্পিয়ন্স লিগে বার্য়ান মিউনিখের হয়ে আমরা পিএসজিকে হারিয়েছি। তবে এটা জাতীয় দল। সেরা ফুটবল খেলতে হবে।'
কিলিয়ান এমবাপ্পে, অ্যান্তনি গ্রিজম, করিম বেঞ্জেমাদের নিয়ে সাজানো ফ্রান্সের আক্রমণ ভাগ বিশ্বের অন্যতম সেরা অ্যাটাক। দিদিয়ের দেশমের অধীনে দলটাও রয়েছে সেরা ছন্দে। এবারের ইউরোর অন্যতম ফেভারিট তারা।
এবারের ইউরো জিতলে ফুটবলার এবং কোচ হিসেবে ইউরো এবং বিশ্বকাপ জেতা একমাত্র ব্যক্তি হবেন তিনি। মাঝ মাঠে পগবা, কন্তে, র্যা বিওট, হার্নান্দেজরা রয়েছেন দুর্দান্ত ছন্দে। কিংমপেম্বে, ভারানে, পাভাটরা যে কোনো সময় পাল্টে দিতে পারেন ম্যাচের চিত্র। আর গোলপোস্টে অভিজ্ঞ লরিস। কোচ আশাবাদী জয় দিয়ে আসর শুরু করার।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, 'আমরা ম্যাচের গুরুত্বটা জানি। কঠিন গ্রুপে আমাদের প্রথম ম্যাচ। আমরা বিশ্বচ্যাম্পিয়ন। জার্মানরা নিজেদের দলটা নতুন করে সাজাচ্ছে। তারা বেশ কিছু সিনিয়র ফুটবলারকে দলে ডেকেছে। তারা একটি শক্ত জাতীয় দল। তারা অনেকটা আত্মবিশ্বাসী থাকবে। আমরা দল হয়ে খেলব। আশা করি আমাদের চলমান ফর্ম এই ম্যাচেও ধরে রাখতে পারব।'
জার্মানির ‘যান্ত্রিক’ নাকি ফ্রান্সের ‘গতিময়’ ফুটবলের জয় হবে। তা দেখতে আরও কিছু সময় অপেক্ষায় থাকতে হচ্ছে সমর্থকদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।