Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে অভিযানে ১ লাখ ৪৮ হাজার ৭শ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ৫:৫৩ পিএম

সিলেটে সিটি কর্পোরেশনের প্রধান অভিযানে এক লাখ ৪৮ হাজার ৭শ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায় করা হয়েছে। আজ সোমবার নগরীর কালিঘাট এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা এই অভিযান পরিচালনা করেন।

বকেয়া হোল্ডিং টেক্স আদায়ে নগরের কালিঘাট এলাকায় অন্তত ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ভবনে অভিযান পরিচালনা করে এক লাখ ৪৮ হাজার ৭শ টাকা বকেয়া হোল্ডিং টেক্স আদায় করা হয়।

অভিযানে সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ সহ সিলেট মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সিলেট সিটি কর্পেোরেশনের বকেয়া হোল্ডিং টেক্স, বকেয়া বিল, লাইসেন্স নবায়ন, অবৈধভাবে রাস্তায় গাড়ি পার্কিং, ফুটপাত দখল এর বিরুদ্ধে অভিযান চলামান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ