Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

মেক্সিকোতে এক সিরিয়াল কিলারের বাড়ি থেকে প্রায় চার হাজার হাড় উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ৫:৪৮ পিএম

মেক্সিকো সিটির সীমান্তবর্তী মেক্সিকো স্টেটের এক সিরিয়াল কিলারের বাড়ি থেকে এ পর্যন্ত ৩,৭৮৭৭টি হাড়ের টুকরো উদ্ধার করা হয়েছে। গত শনিবার অভিযান চালিয়ে ঘরের মেঝে খুঁড়ে এসব হাড় উদ্ধার করা হয়।

দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, কমপক্ষে ১৭টি মানুষের দেহবাশেষের হাড় হবে এগুলো। একই দিন উদ্ধার করা হয়, ৯১টি ছবি, বেশ কিছু পরিচয়পত্র, ৮টি সেলফোন এবং মহিলাদের গহনা এবং মেকআপ।

সবশেষ ১৪ মে ৩৪ বছর বয়সী এক মহিলাকে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে ৭২ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে। এর পরই তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ এই চিত্র।
তদন্তের স্বার্থে ৭২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। নিরাপত্তা বাহিনীর ধারণা, বহু বছর ধরে হত্যাকাণ্ড ঘটিয়ে আসছে অভিযুক্ত ব্যক্তি। সূত্র : ইয়াহু ইন্টারটেইনমেন্ট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ