Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনির অভিযোগগুলোর তদন্ত শুরু করেছে পুলিশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১১:৩৪ এএম

নাসির ইউ. মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলেছেন এইসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। রবিবার (১৩ জুন) রাতে এই অভিযোগ করেন পরীমনি। এসময় তিনি এ ঘটনার সঠিক বিচার চেয়েছেন। এদিকে ফেসবুকে দেওয়া পরীমনির স্ট্যাটাসটি আমলে নিয়ে অভিযোগগুলোর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

পরীমনির ফেসবুকে দেওয়া স্ট্যাটাস প্রসঙ্গে পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক এআইজি সোহেল রানা বলেন, ‘পরীমনির ফেসবুক স্ট্যাটাস পুলিশ সদর দফতরের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন।’

তিনি আরও বলেন, ‘পরীমনির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তিনি পুলিশের প্রয়োজনীয় ও উপযুক্ত সেবা পাবেন। উপযুক্ত বিচার পাবেন।’

নাসির ইউ. মাহমুদের পরিচয় সম্পর্কে পরীমনি জানান, নাসির ইউ. মাহমুদ নিজেকে উত্তরা বোট ক্লাবের সাবেক সভাপতি এবং বেনজীর আহমেদের (পুলিশ মহাপরিদর্শক) বন্ধু/ভাই বলে দাবি করেন। এসময় পরীমনি তার কস্টিউম ডিজাইনার জেমীর স্কুলবন্ধু অমি নামের এক ব্যবসায়ীর কথাও জানান।

এর আগে রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে ঢালিউডের আলোচিত এই নায়িকা পরীমনি ‘আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে’ অভিযোগ করে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার বিচার দাবি করেন তিনি।

পরীমনির স্ট্যাটাসটি নিয়ে তোলপাড় শুরু হলে রাত ৯টার দিকে বনানীতে অভিনেত্রীর বাসায় যায় বনানী থানা পুলিশ। সেখানে গিয়ে ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসের বিষয়ে এবং তার করা অভিযোগের বিষয়টি শুনেছেন পুলিশ সদস্যরা। পরীমনির অভিযোগগুলো শোনার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে লিখিতভাবে থানায় কোনো অভিযোগ করেননি পরীমনি।

পরীমনি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন।



 

Show all comments
  • Tareq Sabur ১৪ জুন, ২০২১, ১১:৪৭ এএম says : 0
    wooow! কি বলছেন পুলিশ মহাপরিদর্শক এআইজি সোহেল রানা- পরীমনির ফেসবুক স্ট্যাটাস পুলিশ সদর দফতরের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন!! wooow!!!
    Total Reply(0) Reply
  • মোঃ শামসুল আলম ১৪ জুন, ২০২১, ২:০৫ পিএম says : 0
    হায়রে, বন্ধু বটে! অমি নামের ব্যবসায়ী বন্ধুর কথায় বিশ্বাস করে নিশি রাতে ব্যাঘ্রের ডেরায় প্রবেশ; দুর্ভাগ্য, প্রায়শঃ দেশে অসংখ্য অবিশ্বাস্য অপরাধ সংঘঠিত হচ্ছে যা মোকাবিলায় পুলিশকে প্রতিনিয়ত হিমসিম খেতে হচ্ছে। এই দেশ এখনো সেই পর্যায়ে উন্নীত হয়নি যে, একজন নাগরিক যথেচ্ছা চলাফেরাতে নিরাপদ থাকবে। পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে এবং বন্ধু নির্বাচনে আধুনিক মেয়েদের আরো সচেতন থাকা প্রয়োজন। আল্লাহর ইচ্ছায় বড় অঘটন হতে তিনি রক্ষা পেয়েছেন। এমন ট্রাজেডি যে কোন মেয়ের বেলায় ঘটতে পারতো। আল্লাহ সবাইকে সঠিক পথ দেখান এবং নিরাপদ রাখুন- আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ