নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশ্বজুড়ে শুরু হয়েছে ইউরো উন্মাদনা। বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও মত্ত ইউরো নিয়ে। যদিও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের ভাবনায় এখন শুধু বিশ্বকাপ বাছাইয়ে ওমান ম্যাচ। তারপরও লাল-সবুজের অধিনায়ক জামাল ভূঁইয়া ও ব্রিটিশ প্রধান কোচ জেমি ডে ইউরোতে নিজেদের পছন্দের দলের কথা জানিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ অধিনায়ক জামাল জানান, ইউরো’তে তিনি ডেনমার্কের সমর্থক। জামাল বলেন,‘ডেনমার্কে আমি বেড়ে উঠেছি। সেখানে আমার পরিবার রয়েছে। স্বাভাবিকভাবেই ইউরোর ফুটবল লড়াইয়ে আমি ডেনমার্ককে সমর্থন করবো।’ টুর্নামেন্টে ডেনমার্ক শিরোপা জিতবে আশা করে তিনি আরো বলেন,‘ গ্রুপ পর্বে আমার মূল নজর থাকবে ডেনমার্কের উপর। তবে কয়েকটি ম্যাচ খেলা হওয়ার পর বোঝা যাবে কাদের সম্ভাবনা বেশি।’
ডেনমার্কের কোপেনহেগেন ইউরোর অন্যতম স্বাগতিক। ঠিক এখন ডেনমার্কে অবস্থান করলে মাঠে গিয়ে সমর্থন দিতেন জামাল। জাতীয় দলের ব্যস্ততা শেষে আবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে। ফলে ইউরোর খেলা স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাচ্ছেন না জামাল ভূঁইয়া।
জামালের পথেই হাঁটছেন জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। ইউরোতে নিজ দেশ ইংল্যান্ডকেই পছন্দ তার। টুর্নামেন্টে তিনি নিজ দেশ ইংল্যান্ডকেই সমর্থন করছেন। জেমির কথায়, ‘আমি আমার দেশকেই সমর্থন দেব। আশা করি ইউরো জিতবে তারা।’
সমর্থক হিসেবে ইংল্যান্ডের শিরোপা জেতার পক্ষে থাকলেও কোচ ও বিশ্লেষক হিসেবে জেমি মনে করেন, পর্তুগাল, ফ্রান্স ও জার্মানি শক্তিশালী। এদের মধ্যে যে কেউ ইউরো শিরোপা জিততে পারে।’
ইংল্যান্ডের দল ঘোষণা নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা হলেও জেমি নির্বাক, ‘আমি বাংলাদেশ নিয়ে ব্যস্ত। ইংল্যান্ডের কোচ তার দৃষ্টিতে সেরা দলই বাছাই করেছেন বলে মনে করি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।