মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ক্রাউন প্রিন্স হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই রক্ষণশীল সউদী আরবে নারীদেরকে স্বাধীনতা দিতে ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছেন মোহাম্মদ বিন সালমান। সেই ধারাবাহিকতায় এবার দেশটির অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা তাদের পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একা বসবাস করতে পারবেন বলে অনুমতি দেয়া হলো।
সউদীর বিচারিক কর্তৃপক্ষ, এ সংক্রান্ত আইনের ১৬৯ ধারার ‘বি প্যারাগ্রাফ’ বাতিল করেছে। এই সংশোধনীর ফলে যেকোনো সিঙ্গেল নারী একা থাকতে পারবে। সংশোধনী ওই আইনে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন সেটা নির্ধারণ করার অধিকার তার রয়েছে। যদি কোনও নারী কোনও অপরাধ করে কেবল তখনই তার অভিভাবক এ বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে পারবে। এমনকি যদি কোনও নারীর কারাদণ্ড হয়, তবে সাজার মেয়াদ শেষে তাকে তার অভিভাবকের কাছে ন্যস্ত করা হবে না।
আইনজীবী নায়েফ আল-মানসি বলেন, যদি কারও মেয়ে একা থাকতে চায়, সেক্ষেত্রে তাদের পরিবার এখন থেকে আর মামলা করতে পারবে না। গত বছরের জুলাই মাসে সউদী লেখিকা মারিয়াম আল-ওতাইবি একা থাকার বিষয়ে এক মামলায় জয়ী হন। তার বাবার অনুমতি ছাড়া একা ঘুরতে চাওয়ার পর তা আদালতে গড়ালে সেই মামলায় তার পক্ষে রায় দেয়া হয়। সূত্র: মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।