Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াল সউদী আরব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১১:৪২ এএম

সউদী আরবের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার পাসপোর্টবিষয়ক মহা-অধিদপ্তর এক ঘোষণায় এ কথা জানিয়েছে। দেশটিতে ভ্রমণ, বহির্গমন ও ফের প্রবেশ ভিসা এ সিদ্ধান্তের আওতায় পড়বে। আগামী ৭ জুলাই পর্যন্ত কোনোরকম ফি ছাড়াই সৌদি প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। এ খবর জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে যেসব দেশকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে; সেসব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।

রিয়াদের স্বাস্থ্য উপমন্ত্রী ড. আবদুল্লাহ আসিরি টুইটে জানিয়েছেন, সৌদি আরব শিগশিগরই হার্ড ইউমিনিটির দিকে পৌঁছাচ্ছে। বেশিরভাগ মানুষ অতি উচ্চ ঝুঁকি থেকে এড়াতে সক্ষম। তিনি বলেন, জুলাইয়ের শেষের দিকে অন্তত এক ডোজ হলেও ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। দ্বিতীয় ডেজা তিন মাসের মধ্যে দেওয়া সম্ভব হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ