মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের পূর্ব প্রদেশ আগ্রায় পাওয়া গেল বিশাল স্বর্ণ ভাণ্ডারের খোঁজ। মনে করা হচ্ছে, প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের ২০ টন স্বর্ণের ভাণ্ডার রয়েছে এতে। সংবাদসংস্থা আনাডোলু এই খবরটি নিশ্চিত করেছে। এছাড়া একই এলাকায় ২.৮ মিলিয়ন ডলার মূল্যের ৩ দশমিক ৫ টন সিলভারেরও সন্ধান পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুন) তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মুস্তফা ভারাঙ্ক এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, স্বর্ণ ও সিলভার খনি আবিষ্কার তুরস্ক ও ওই অঞ্চলের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে ২ হাজার লোককে চাকরি দেওয়া হবে। ২০২২ সালের শেষ প্রান্তিকে খনিতে কাজ শুরু হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
মন্ত্রী বলেন, খনিতে আরও স্বর্ণের ব্যাপারে অনুসন্ধান চলছে। তুরস্কের খনিখাতে ১৩ হাজার মানুষ কাজ করছে বলে জানান তিনি।
ভারাঙ্ক বলেন, করোনা মহামারির পরেও তুরস্ক গত বছর ১৮টি সক্রিয় খনি থেকে ৪২ টন স্বর্ণ উত্তোলন করেছে। ২০০০ সালের আগেও যেখানে এক গ্রামও স্বর্ণ উৎপাদন করতে পারেনি।
তিনি জানান, কিন্তু আমরা এখানেই থেমে যাবো না। এই খাতকে এগিয়ে নিতে আমরা আরও নতুন নতুন প্রকল্প নিয়ে এগোচ্ছি।
ভারাঙ্ক বলেন, ২০০১ সালের পূর্বে তুরস্কে স্বর্ণের চাহিদা আমদানি করে মেটানো হত। সূত্র: ইয়েনি শাফাক
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।